সময়, কবিতা, ছোটগল্প, দেশ, দেশাচার
আমি আমার সর্বশেষ পোষ্টটি মুছে ফেলতে বাধ্য হলাম। একটি পোষ্ট লিখতে অনেক কষ্ট করতে হয়। লিখি একটিই উদ্দেশ্যে, যাতে পোষ্টটি সবার নজরে পড়ে ও পড়া হয়। কিন্তু বর্তমান পরিস্থিতিতে মনে হয়না যে,একটি নতুন পোষ্ট সহজে কারো নজরে পড়বে। কারন হয়তো আপনাদেরও চোখে পড়েছে।
তারপরও বলছি।
কতৃপক্ষ ব্লগের চেহারা পাল্টেছেন। ভাল লেগেছে। সেজন্যে আন্তরিক ধন্যবাদ। কিন্তু একটি বিষয় সমস্যা সৃষ্টি করেছে।
সংকলিত পোষ্ট ও ক্রমানুসারে পোষ্ট একটি পদ্ধতি করা হয়েছে। পদ্ধতি হিসেবে এটা খারাপ নয়। কিন্তু একটি পোষ্টকে সংকলিত করার কি শর্ত? আমরা কেউই জানিনা। এর কোন নীতিমালাও জানান নি তারা। মানলাম, তা জানানো হবে পরে।
কিন্তু default হিসেবে নেয়া হয়েছে সংকলিত পোষ্টকে। কেউ ক্রমানুসারে পোষ্টকে ক্লিক করে নিলেও প্রতিবারই প্রথম পাতার যাবার পর সংকলিত পোষ্টে ফিরে আসছে বারবার। তখন আবার ক্রমানুসারে পোষ্ট এ ক্লিক করে নতুন পোষ্ট বা নিজের পোষ্ট খুজে বের করতে হয়।
তাই কতৃপক্ষকে অনুরোধ
১) দয়া করে ক্রমানুসারে পোষ্টকে default করুন। তাতে নতুন লেখাগুলো সহজে চোখে পড়বে।
কারো ফিলটারের প্রয়োজন হলে নিজেই তা করে নিতে পারবেন।
২) কোন পোষ্ট সংকলিত পোষ্টে যাবে, তার নীতিমালা দয়া করে জানান।
আগাম ধন্যবাদ জানাচ্ছি।
ক্রমানুসারে পোষ্টকে default না করা অবধি নতুন পোষ্ট দেয়া থেকে বিরত রইলাম। এটা কোন আন্দোলন নয়, নিজস্ব সিদ্ধান্ত।
যদি এই লেখাটি আপনাদের চোখে পড়ে, দয়া করে আপনাদের মতামত জানাবেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।