আমাদের কথা খুঁজে নিন

   

কতৃপক্ষকে বলছি, সবসময় সাহিত্য বিচার না করে মানবিক দিকটাও দেখবেন

আ মা র আ মি

অনেক দেরিতে হলেও কতৃপক্ষক্ব সাধুবাদ জানাই যে কবি সমুদ্রগুপ্তর জন্য সাহায্যের আবেদনমুলক একটি পোস্ট স্টকি করেছেন। ধন্যবাদ ফকির ইলিয়াসকে যুগান্তরে লেখা মযহারুল ইসলাম বাবলার লেখাটা পোস্ট দেয়ার জন্য। আমি গত তারিখে কবিকে সাহায্য করার জন্য ২২ মে একটি পোস্ট দিয়েছিলাম। Click This Link নানা সময়ে সামহোয়্যার থেকে নানা মানবিক বিষয়ে সাহায্য করা হয়েছে, আর তাছাড়া যারা একটু লেখালেখি ঘরনার তাদের এখানে সমাগমটা হয় বলেই আমি আহ্বানটা রেখেছিলাম। কিন্তু অবাক বিষয় হলো কতৃপক্ষ পোস্টটাকে কোন গুরুত্ব দিলেন না, আরও কষ্ট পেলাম পাঠকদের মনে তেমন কোন প্রতিক্রয়া হলো না দেখে। জানি, এখন স্টিকি করা পোস্টটা অনেক গোছানো, সাহিত্য বিচারে চমৎকার লেখা, অনেক বিষয় ধারন করেছে লেখাটি। কিন্তু ২২ মের পোস্টটাকে গুরুত্ব দিলে সেটাই কি মানবিক হতো না? অন্তত আরও কিছুদিন আগে তাকে সাহায্য করতে আরও বেশি কিছু মানুষ এগিয়ে আসতো হয়তো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.