আমাদের কথা খুঁজে নিন

   

বন্যার্ত বনাম আওয়ামি প্রচারণা (অথবা একটি অরণ্যে রোদন)

জীবনের চেয়ে মূল্যবান কিছু নেই, বেঁচে থাকার চেয়ে উপভোগ্য আর কিছুই হতে পারেনা। মানুষের উপকার করার মত আনন্দদায়ক কাজ পৃথিবীতে আর একটিও নেই।

দেশের মোট জনগনের বিশাল একটি অংশ এখন বন্যায় নিমজ্জিত , হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে, অনেকের বাসস্থান পানিতে তলিয়ে গেছে, অনেকেই খোলা আকাশের নিচে বসবাস করছে, কেউ কেউ কয়েকদিন ধরে না খেয়ে আছে, অনেকেই আবার পেটের জ্বালা সহ্য না করতে পেরে, সাহায্যের দাবীতে রাস্তায় নামছে, নদী ভাঙন রোধের দাবিতে হরতাল করছে । কিন্তু কেউ নেই, কেউ তাদের সাহায্যেএগিয়ে আসছে না। আমাদের অনলাইন প্রজন্ম ফরিদা, হনুফা, ছকিনাদের নিয়ে কয়েকশ লাইন প্রসব করলেও, এসব অসহায়দের ব্যাপারে কথা বলার প্রয়োজন অনুভব করছে না, প্রজন্ম লাশের অপেক্ষায় আছে, কয়েকটা লাশ পড়লে অথবা দু একটা নিথর দেহ পানিতে পঁচলে, এ বিষয়ে জ্বালাময়ী স্টাটাস দেবে ভেবে রেখেছে।

শুশিল সমাজ বন্যায় নিহতদের নিয়ে কোন এক টকশো বক্তব্য অথবা কলামের মাধ্যমে সরকারের পিটের ছাল তুলবে বলে গোঁফে তেল দিচ্ছে। পত্রিকারও একি অবস্থা, লাশ ছাড়া নিউজ জমে না, পাবলিক পড়েনা। বিপদে পড়ে বিবস্ত্র হতে যাওয়া বন্যার্তদের চেয়ে ঢাক ঢোল পিটিয়ে অর্ধনগ্ন হওয়া সানি লিওনদের খবর পাবলিক বেশি পড়ে, এসব খবর প্রচার করলে সাকুলেশন বাড়ে। তবে পত্রিকা কতৃপক্ষ বসে নেই, লাশের সংখ্যা গননা করে, প্রথম পাতায় বিশাল রিপোর্ট প্রকাশের মাধ্যমে দেশজুড়ে হাহাকার সৃষ্টি করার লক্ষে তারা লাশের অপেক্ষা নিরলস ক্ষন করছেন। এদিকে বন্যার্তদের দুরবস্থার শেষ নেই, খেয়ে না খেয়ে, বণ্যা আর পানিবাহিত রোগের সাথে প্রতিমূহুর্তে যুদ্ধ করে কোনমতে বাঁচার চেষ্টা করছেন।

অন্যদিকে আওয়ামিলীগ নামক দেশপ্রেমিক, জনমুখি দল (কথিত আছে তাদের একমাত্র উদ্দেশ্য নাকি জনগনের সেবা করা), বন্যা দুগর্ত নামক বিশাল ভোটব্যাংক এবং প্রচারণার ক্ষেত্র থাকার পরও, বিলবোর্ড দখল করছেন। ভোটারদের দুয়ারে গিয়ে, তাদের সহায়তা করার মাধ্যমে ভোট চাওয়ার মোক্ষম উপলক্ষ পাওয়ার পরও শুধু শুধু অনলাইন প্রচারনা নামক বিলাসিতা মগ্ন আছেন। কথায় আছে “বিপদে বন্ধুর পরিচয়”, মানুষ যখন ভয়াবহ বিপদে পড়ে, তখন তাকে কেউ যদি সামান্য সাহায্য করে, বিপদগ্রস্থ মানুষটি সেই সাহায্যের কথা বহুদিন মনে রাখে, প্রতিদান দেয়ার চেষ্টা করে। কিন্তু আওয়ামিলীগ এখন নীরব, নির্বিকার। সত্যিকারের বিপদের সময় সাহায্য করে প্রতিদান হিসেবে ভোট পাওয়ার সহজ সুযোগ নেয়ার কোন চেষ্টাই করছে না, সামান্য কিছু টাকা খরচ করে মানবেতর জীবন যাপন করা এসব বন্যার্তদের পূনবার্সন করছে না।

কেনই বা করবে ! সামনে নির্বাচন, বিলবোর্ডে প্রচারণা চালিয়ে অনেক টাকা খরচ হয়েছে, ফেইসবুকে প্রচারের জন্যও প্রচুর টাকা ব্যায় হচ্ছে, সামনে হয়ত আরও বড় কোন প্রচারণায় যাওয়ার প্রয়োজন হতে পারে, এসব বাদ দিয়ে বন্যার্তদের সাহায্য করার মতো বোকামী আওয়ামিলীগ কেন করবে ? আফসুস !! বন্যার্তদের পুনর্বাসন করা অথবা তাদের মুখে আহার তুলে দেয়ার মতো বড় কোন বিজ্ঞাপন হতে পারেনা, এখনও সময় আছে এসব অসহায় মানুষদের পাশে দাড়ান। মানবতা বাদ দিন অন্তত ভোটের খাতিরে অথবা নিজ দলের বিজ্ঞাপনের স্বার্থে হলেও এদের সহায়তা করুন,সামনে ক্ষমতায় যাওয়ার রাস্তা সুগম করুন, এসব অসহায় ভোটমেশিনদের প্রতি দয়া করুন !!! বণ্যার সংবাদের লিংক - উত্তরাঞ্চলে বিভিন্ন জেলার বন্যা পরিস্থিতির অবনতি টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত কুড়িগ্রামে বণ্যায় ৩ হাজার হেক্টর জমির আমন ক্ষেতপ্লাবিত সিরাজগঞ্জে পানি বিপৎসীমার ৩৩ সেন্টিমিটার ওপরে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।