আমাদের কথা খুঁজে নিন

   

আমার দেশের মাটির গদ্ধে ভরে আছে সারা মন...............................

প্রতিটি সর্যাস্তে বুক বাঁধি একটি অন্যদিনের সূর্যোদেয়র প্রত্যাশায়.......

আমি মাঝে ভাবি আর অবাক হই, আমাদের দেশের লাখ লাখ মানুষ (আমি কেবল শ্রমিকদের কথাই বলছি, যারা শুধু রুজির খোজে দেশ ছেড়েছে) কিভাবে বছরের পর বছর দেশের প্রিয় মাটি ও মানুষদের ছেড়ে শুধুমাত্র দুটো পয়সার আশায় বিদেশের মাটিতে পড়ে আছে। শ্রদ্ধায় তাদের প্রতি আমার মস্তক অবনত হয়ে আসে অজান্তেই। দেশ ছেড়েছি বছর দুইয়ের বেশী হবে। ইদানিং কেন যেন মনটা খুব উচাটন হয়ে থকে দেশের মাটির সোঁদা গন্ধ নিতে। আর মাস ছয়েক পরেই হাতে পাব শিক্ষাজীবনের সবচেয়ে বড় সার্টিফিকেটটা।

দেশে চলে যাওয়ার মানসিক প্রস্ততি নিচ্ছি। যদিও এখানে অফুরন্ত সুযোগ আছে ভীন দেশের মানুষের তরে নিজের মেধা আর শ্রমকে বিক্রি করার। কিন্তু এই ক'টা দিননেই দম কেমন যেন বন্ধ হয়ে এসেছে। মনে হয় অনেক দিন বুক ভরে বাতাস নেই না। পেট ভরে অনেক দিন খাওয়া হয়না।

আমার এক বন্ধুর সাথে সেদিন কথা হচ্ছিল। তার কথা, আমি যেন এখনই দেশে যাওয়ার চুড়ান্ত সিন্ধ্যান্ত না নেই। ভাইয়াও তা-ই বলে । পরিচিত অন্য আরো অনেকেরই একই কথা। সবার কথা, আমি না কি দেশে গিয়ে দেশের বর্তমান অবস্থার সাথে তাল মিলাতে পারব না।

কেবল আমার শ্রদ্ধ্যেয় স্যার (বর্তমানে জাবি-র একটা ডিপার্টমেন্টের চেয়ারম্যান, যাকে আমি আমার অনুকরণীয় মনে করি) বলেন দেশে চলে যেতে। ডিপার্টমেন্টে জয়েন করতে। কিন্তু আশ্বস্ত হতে পারি না। সত্যি কি দেশের বর্তমান অবস্থার সাথে তাল মিলাতে পাবর না? প্রতিদিন ল্যাব-এ এসে অনেকটা সময় কাটাই পত্রিকা পড়ে। আতিপাতি করে খুজে বেড়াই একটা খবরের, যা আমাকে আশ্বস্ত করবে।

এই সামহোয়ারইন-এ ও কাটাই অনেকটা সময়। সব কিছু্তেই খুজে বেড়াই একটা উত্তর, কেন বন্ধুরা বলে দেশে গেলে পরিবর্তিত অবস্থার সাথে তাল মিলাতে পারব না? মাত্র দুটো বছরে দেশ কি এতটাই বেতাল হয়ে গেছে? না কি আমি নিজেই বেতাল হয়ে গেছি? প্রথমে মনে হত, বন্ধুরা হয়তো ভিন্ন কারণে দেশে না ফেরার কথা বলে। এখানে ভাল (?) আছি, মাস শেষে একটা বড় অংকের টাকা আসে হাতে। তাই হয়তো দেশে না ফেরার কথা বলে। কিন্তু আমার ভাইয়া কেন বলেন? তিনি সরকারের একজন উচ্চপদস্থ আমলা।

সুতরাং সরকার এবং সমাজের অনেক কথাই তিনি অবগত। তিনিই যখন বলেন, "দেশের অবস্থা ভাল নেই", তখন সত্যিই ভয় হয়। আরো বেশী ভয় হয় এই ভেবে যে, আমার মত খুব সাধারণ শান্তিপ্রীয় মানুষেরা যারা বিদেশে অনেকগুলো বছর থাকার পর দেশে ফিরে দেশের আলো-বাতাসে একটু শান্তিতে জীবনের বাকি সময়টা কাটাতে চায়, তাদের কি কখনোই দেশে ফেরার সময় হবে না? বেতাল দেশটা কি কখনোই তালে ফিরবেনা? অথচ আমার মত হাজারো বাংলাদেশী আছে যারা বিদেশে উচ্চতর ডিগ্রী নিয়ে নিজের যোগ্যতাকে যোগপোযোগী করে অপেক্ষায় আছে দেশে ফিবে দেশের জন্য সামান্য কিছু হলেও (তাদের যোগ্যতা অনুযায়ী) করতে। আমরা বছরের পর বছর কেন একই রকম (বা অপেক্ষাকৃত খারাপ) থেকে যাচ্ছি? আমার দুঃখিনী দেশ মাতৃকায় কি কখনোই শান্তির সু-বাতাস বইবে না?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.