আমাদের কথা খুঁজে নিন

   

কতদিন পর প্রানভরে নারায়ে তাকবীরের শ্লোগান তুল্লাম



অনেকদিন পরে । শুনেই গা ঝাড়া দিয়ে উঠেছি। যাব না মানে ? প্রশ্ন ছিলো, সীরাতুন্নবী র্যালী আছে ,যাবেন ? বুক ফাটিয়ে ঢাকার আকাশ বাতাস কাঁপালাম অনেক দিন পরে । একেকজন সঙগীর চোখে মুখে সে কি দ্বীপ্তি ছাত্রশিবার জিন্দাবাদ বলার চান্স পাইনি । ইসলামের শত্রুরা -হুশিয়ার সাবধান- শ্লোগান তুলতেও মানা ছিলো ।

তবুও চামে বলিনি এমন নয় । শেষ দিকে তো আল্লাহর আইন চাই-সৎ লোকের শাষন চাই এর শ্লোগান ও ধ্বনিত হলো নাড়ায়ে তাকবীর- আল্লাহু আকবর বাংলাদেশের প্রান্ত হতে-রাসুল তোমায় জানাই সালাম তোমার নেতা আমার নেতা-বিশ্বনবী মোস্তফা আজ রাসুলের জন্মদিন-আজকে মোদের খুশির দিন আল কোরানের অপমান - সইবে নারে মুসল মান রাসুলের অপমান - সইবে নারে মুসলমান ঠেলেঠুলে সামনের দিকে ই চলে গেছিলাম র্যালী শুরু হবার আগেই । কারন শুরু হয়ে গেলে আর ঠেলাঠেলি করা যাবেনা তাতে শৃঙ্খলার সমস্যা । আমাদের ঐতিহ্যের পরিপন্থী ফকিরাপুল-দৈনিকবাংলা ঘুরে আমরা যখন পল্টনমোড় ও ছাড়িয়ে গেলাম, তখনও মিছিলের শেষমাথা কাকড়াইলে ঢাকাবাসী অনেকদিন পর জম্পেশ এক বিশালতম র্যালী দেখলো কোরআন প্রেমিকদের । রাসুলপ্রেমিকদের এ সমাবেশ থেকে বার্তা ছড়িয়ে দেয়া হলো, মসজিদের দেশ বাংলাদেশে কোরানের বিরোধী কোন আইন বানানোর দিবাস্বপ্ন ছেড়ে দিতে হবে ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।