জীবন যখন যেখানে যেমন
আলোক রশ্মির মত ঝলমলে,
তারার উজ্জ্বলতায় ভরা,
অতিশয় ক্ষুদ্র ছোট কিছু স্বপ্ন,
ক্ষণে ক্ষণে উঁকি দেয় প্রত্যেকের হৃদয়ে।
স্বপ্নটাকে উপলব্ধি করার মত,
একজন মানুষ বড় প্রয়োজন সবার।
মোহনীয় আবেগের একটা ভালো লাগায়,
সম্মোহিত হয়ে যায় হৃদয়।
সময়ের স্রোতে ম্লান হয়ে যাওয়া কোন আশা,
হঠাৎ করে ঐ ধ্রুব তারাটির মত উজ্জ্বল হয়ে উঠে।
চোখের তারার মাঝে জ্বলে উঠে,
সেই অদূরে ফেলে আসা কোন ভালো লাগার স্বপ্ন।
নিষ্প্রভ হৃদয় আবার গুন গুন করে উঠে,
ভালবাসার ছন্দময় সুরে।
হৃদয়ের এই আবেগ,এই অনুভূতি
মনের গভীরে সুরোছন্দের এই দোলা,
ম্লান হয়ে যাওয়া কোন স্বপ্ন ফিরে পাওয়ার,
পূর্ণতার এই অকৃত্বিম স্বাদ।
হয়ত এসবের অপর নামই....
ভালবাসা ???
*** জানিনা কি লিখতে চেয়েছিলাম আর কি লিখলাম.....
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।