আমাদের কথা খুঁজে নিন

   

টাকা কি নিউজপ্রিন্ট কাগজ পেয়েছেন যে খালি ছেপেই যাচ্ছেন?

জামাত-শিবির দূরে গিয়া মর! ভণিতা না করে, সরাসরি বলি, বাংলাদেশ সরকার টাকার নকশা বারবার বদলিয়ে সাধারন মানুষকেই ভোগান্তিতে ফেলছে। কয়দিন পর পরই নতুন রংয়ের, নতুন ডিজাইনের, নতুন সাইজের টাকা বেরোচ্ছে। অশিক্ষিত-স্বল্প-শিক্ষিত জনগনের কথা না হয় বাদই দিলাম, উচ্চশিক্ষিত মানুষও গোলমাল করে ফেলে। এখন কোন দিবস, উৎসব উপলক্ষেও নতুন নকশার টাকা বের হচ্ছে। গত স্বাধীনতা দিবস, বিজয় দিবস, ঈদ উপলক্ষ্যও সরকার নতুন ব্যাংক নোট ছাপিয়েছে।

এছাড়া সরকার বদল হলেই আবার টাকার নকশা বদলে যাবে। বিএনপি যদি ক্ষমতায় আসে তবে অবশ্যই তারা টাকার নকশা থেকে জাতির পিতার ছবি সরিয়ে দিবে। তারা মুজিবকে জাতির পিতা মানে না, তাদের মতে মুজিব হচ্ছে আওয়ামী লীগের মার্কা। আওয়ামী লীগইবা কম যায় কিসে? ক্ষমতায় এলে সবকিছুতেই নামকরনের খেল। তাদের নামকরনের ছোয়ায় ভাষানী ণভোথিয়েটার হয়ে যায় বঙ্গবন্ধু নভোথিয়েটার।

যাই হোক এখানে নামকরন নিয়ে লিখতে চাইনা, তাহলে সামুর ডাটাবেজ হ্যাং করতে পারে। আমার কথা হচ্ছে এত ঘন ঘন টাকার নকশা বদলানোর দরকার কি? সাধারন মানুষকে ভোগানোর কারন কি? যখন নতুন ডিজাইনের ১০০/= ও ৫০০/= বেরোয় আমি বাজারে গিয়েছি চাউল কিনতে। ১০০ টাকা মনে করে ৫০০ টাকার নোট দিয়ে এসেছিলাম। ৪০০ টাকা টোটালি লস। আবার একদিন রাতে রিকশা ওয়ালাকে ভাড়া দিতে গিয়ে ৫০ টাকা দিয়ে ভাংতি ৩০ টাকা নিয়ে এসে দেখি আমি তাকে ৫০ টাকার নোটের যায়গায় ৫ টাকার নোট দিয়ে এসেছি।

আরও অনেকে অনেক ভোগান্তিতে পড়েছেন। সরকারের কাছে অনুরোধ এত বাহারি নকশাদার টাকা ছাপবেন না। এটা টাকা, খবরের কাগজ না যে ঘন ঘন ছাপতে হবে। আপনাদের ছাপানো নিত্য-নতুন ধরনের টাকা শুধু মুদ্রাস্ফীতিই বাড়াচ্ছে না, আমাদের চরম ভোগান্তিতে ফেলছে।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.