১২ই রবিউল আউয়াল হতে ১৭ই রবিউল আউয়াল পর্যন্ত এই সপ্তাহকে ইরানী ইসলামী বিপ্লবের মহান নেতা ইমাম খোমেনী (রঃ) ইসলামী ঐক্য সপ্তাহ হিসেবে ঘোষণা করেছিলেন। কারণ, ১২ই রবিউল আঊয়াল হচ্ছে সুন্নী ভাইদের মতে রাসূলের (সাঃ) জন্মদিন আর শিয়া মুসলমান ভাইদের মতে ১৭ই রবিউল আউয়াল হচ্ছে রাসূলের (সাঃ) জন্মদিন। তাই তিনি শিয়া-সুন্নী দ্বন্দ্ব নিরসনের জন্যে ১২ হতে ১৭ এই তারিখকে ইসলামী ঐক্য সপ্তাহ হিসেবে ঘোষণা করেন। বিশ্বের মুসলমানদের এখন যে পরিস্থিতি এতে পরস্পরে ঐক্য স্থাপন করা অতি জরুরী। তাই আসুন ইমাম খোমেনীর (রঃ) এই ডাকে সাড়া দিয়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে ইসলামী শত্রুদের বিরুদ্ধে লড়াই করি ও দ্বীনে মোহাম্মদীকে সাড়া বিশ্বের বুকে শান্তির ধর্ম হিসেবে তুলে ধরি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।