পাগল পাগলামী করবে এটাই স্বাভাবিক
জীবনটা স্বপ্নময়, রঙ্গীন। কাউকে কখনো প্রোপোজ করিনি তবু কেমন করে যেন প্রেম হয়ে যায়, আমি ঠিক বূঝতে পারি না। কেন যে এমন হয়.......
কত মেয়ের যে প্রেমে পড়লাম..... অগণিত......
মাঝে মাঝে চিন্তা করি মানুষ কিভাবে একজনের প্রেমে পড়ে ?
আমার ২৫ বছরের এই জীবনের কমপক্ষে ২০০ মেয়ের প্রেমে পড়েছি....
বাল্যকালে সেই সোনালী থেকে শুরু করে পূর্ণ যৌবনে আজ ময়না.....
সকলের নামও মনে করতে পারিনা....
আজও নতুন সুন্দরী কাউকে দেখলে মনটা নেচে ওঠে, বার বার দেখতে
মন চাই, মনের দেবতা স্বপ্ন রচনা করে.....
কি হবে আমার ? তবে কি আমি চরিত্রহীন ?
তা কেন ? আমিতো কোন মেয়ের সাথে প্রতারণা করিনি ?
কখনো কাউকে অযথা স্পর্শ করিনি ? কাউকে নিয়ে বাজে চিন্তাও করিনা
তবে......
একদিন বিয়ে করব, বাসর ঘর হবে, সুন্দর সোনালী জীবন কাটাবো, এসবই আমার স্বপ্ন....................
ভয় হয় ? প্রেমের মত বিয়ের টাও অসংখ্য হবে কি ?
একটা বিয়ে করলে আবার করতে মন চাইবে......
কি হবে আমার .............
কে আমায় নিয়ন্ত্রণ করবে ...........
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।