ধর্ম যার যার , বাংলাদেশ সবার সেখানকার আঞ্চলকি প্রতিকায় প্রকাশিত খবর অনুযায়ী খুলনা মিলিটারী স্কুল এন্ড কলেজের (এমসিএসকে) শিক্ষক মুস্তাহিদুল মাহমুদকে নারী নির্যাতন মামলায় কারাগারে পাঠানো হয়েছে। স্ত্রী কামরুন্নাহারের করা মামলায় খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো: হাছানুজ্জামান মঙ্গলবার মুস্তাহিদুলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালত সূত্র জানায়, খুলনা মহানগরীর দৌলতপুর মধ্যডাঙ্গা এলাকায় স্বামী মুস্তাহিদুল ও তার আত্মীয়-স্বজনরা যৌতুকের দাবিতে গৃহবধূ কামরুন্নাহারকে প্রায়শই শারীরিক ও মানসিক নির্যাতন করতো। একইভাবে গত বছরের ৩০ অক্টোবর রাতে মারধর করে তাকে গুরুতর জখম করা হয়। এ ঘটনায় গত ৭ নভেম্বর কামরুন্নাহার নগরীর দৌলতপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মঙ্গলবার খুলনা নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে হাজির হয়ে আসামিরা জামিন প্রার্থনা করলে বিচারক মামলার প্রধান আসামি মুস্তাহিদুল মাহমুদকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার অপর আসামি ওই গৃহবধূর শ্বশুর মোল্লা মহিউদ্দিন, ননদ ফতেমা আসমা, আত্মীয় ইউসুফ হায়দার ও তার স্ত্রী রশিদা হায়দারকে মামলার পরবর্তী তারিখে হাজির হওয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে। এদিকে খুলনা মিলিটারী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কর্নেল শেখ মাসুদ আহমেদ জানান, নারী নির্যাতন মামলায় কারাগারে থাকার কারণে শিক্ষক মুস্তাহিদুল মাহমুদের বিরুদ্ধে নীতিমালা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।