আমাদের কথা খুঁজে নিন

   

বিদায় খুলনা

সাধারন একজন বাইরে উথালপাথাল চাদের আলো। উৎসবমুখর পরিবেশ। নতুন বছরের শুরু। কোন কিছুর সাথে আমার যোগ নেই। হৃদয় ক্ষত বিক্ষত হচ্ছে ।

আজ খুলনায় আমার শেষ রাত। দীর্ঘ ছয় বছরে তিল তিল করে জমে থাকা কত স্মৃতি,কত স্বপ্ন,কত আশা,কত আনন্দ বেদনার কাব্য। সব কিছু অতীত হতে চলেছে। চির চেনা এই ক্যাম্পাস ছেড়ে যেতে খুব কস্ট হচ্ছে। জানি না আর কখনো ফেরা হবে কি না।

বিদায় খুলনা। বিদায় ক্যাম্পাসের সাথীরা। সবাই ভাল থাকুক। ভাল থাকিস ব্যাচমেটরা। যোগাযোগ রাখিস সবাই।

এখানে আমার চিহ্ন ছিল,ছিল কত গান পেয়েছিলাম খুঁজে আমি জীবনের আহবান এই আকাশের তারা হয়ে জ্বলেছিলাম কতক্ষন এই ভূবনে ছিল আমার কত আপনজন স্বপ্নের আঙ্গিনা ছেড়ে স্বপ্নের দিগন্তে শূন্য চোখে খুঁজে ফিরি নিজের ছায়া কে যদি না ভূলতে পারো এখানে সব স্মৃতিগুলো ফিরে এস তুমি আবার পুরনো ঠিকানায়... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।