ভ্রমণ সমগ্র বলে একটা সিরিজ করেছিলাম। যেগেতু কাজটাই ঘুরাঘুরি ভাবছিলাম একা একা ঘুইরা কি হইব। সাথে একটা পোষ্ট খিচাইব। যাই হোক বহুদিন দূরে ছিলাম। আবার ভাবছি বিষয়টা শুরু করা যায়।
দ্বিতীয়বার খুলনায় এসেছি। প্রথমবার দেখে ভাললেগেছিল। কিন্তু এবার এসে সমঝদারদের কাছে শুনছি খুলনা নাকি ডেড সিটি। মিল কারখানা নাকি সব বন্ধ হয়ে গেছে। শয়ে শয়ে ছেলেমেয়েরা নাকি বেকার হয়ে গেছে।
কিন্তু আমার তা মনে হয়না। ঢাকা চাটগার পর এখনো খুলনার নাম লেখা যায়। ঠিক কি দেখে মানুষের একটা জায়গাকে ভাল লাগে জানিনা। কিন্তু সন্ধ্যায় রূপসা নদী ও তার ব্রিজটা অদ্ভুদ এক ভাললাগা তৈরী করে। ইচ্ছা হইলে ছুটে যেতে পারেন কাছাকাছি জেলা বাগেরহাট ও সাতক্ষীরা।
খুলনার পার্কগুলোতে সময় কাটানো যায়। বয়রা আর্টকলেজের সামনে হ্রদের পারে আড্ডা দেয়া যেতে পারে। পি টি আই মোড়ের চাইনিজ পেলেসের কথা নাইবা বললাম। আর নাইবা বললাম করনেশনের সামনে নিউ সাতক্ষীরা ঘোষ ডেয়ারীর সন্দেশ আর দধির আর হরেক রকম মিষ্টির কথা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।