প্রবাসে আছি প্রায় দেড় যুগ ধরে, বিভিন্ন জাতের মানুষ এবং জাতির সংষ্পর্শে আসার সুযোগ হয়েছে। পেছনে পড়ে থাকা অনেকেই এখন ১ম, ২য় কিংবা ৩য় সারিতে। আর আমরা যেন এখনো সারিবদ্ধই হতে পারলাম না। সামহোয়্যারইন ব্লগ এর মত যত ফোরাম'ই দেখলাম সবখানে শুধু ফাঁকা দলবাজি, সেই তথাকথিত গলাবাজি আর গালাগালি ছাড়া, জাতি গঠন মূলক, অর্থনৈতিক উন্নয়ন বা কর্মমুখী কোন উদ্যোগ, গবেষনা, আলোচনা খুব একটা চোখে পড়েনা। আমার মত খেটে খাওয়া মানুষ দেশে কিংবা বিদেশে যেখানে নিজের ভাগ্য গড়তে উদয়াস্ত প্রানান্তকর সংগ্রামে লিপ্ত, সেখানে এই সব শ্রমজীবি হাত গুলোর শ্রমের ফসল কে কাজে লাগিয়ে জাতি গঠনের দায়িত্ব যাদের, তারা আছেন শুধু কাদা ছোঁড়াছুড়িতে ব্যস্ত। সময় অনেক নষ্ট হয়েছে, প্লিজ আর না। এই সব বন্দ্ধ হোক এবং আমার মত আপনারা ও এর জন্য সোচ্চার কন্ঠে আওয়াজ তুলবেন - মনে প্রাণে এই দাবি এবং প্রত্যাশা সবার কাছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।