আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুস্পের হাসি
স্বচ্ছ ব্যলট বাক্সের মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১৯তম কার্য নির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে বাংলাদেশ সংবাদ সংস'ার -বাসস’র রাবি প্রতিনিধি মাহফুজুর রহমান সভাপতি ও নিউজ টুডের রাবি প্রতিনিধি আওরঙ্গজেব সোহেল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
গতকাল রোববার সকাল ১০ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। একটানা দুপুর ২টা পর্যন- ৪৬ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করেন। ১৩ সদস্য বিশিষ্ট কমিটির অন্য সদস্যরা হলেন; সহ-সভাপতি হাসনাত রাব্বী বাপ্পী (তরঙ্গ নিউজ ডট কম) ও মমিনুল ইসলাম (খবরপত্র), সহ-সাধারণ সম্পাদক এরশাদুল বারী কর্ণেল (ভোরের ডাক), কোষাধ্যক্ষ সাজ্জাদ হোসেন (সংগ্রাম), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মনসুর আলী সৈকত (উত্তরাঞ্চল), ক্রীড়া সম্পাদক ইসমাইল হোসেন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম), দপ্তর সম্পাদক আলী আজগড় খোকন (আজকের কাগজ), প্রচার ও প্রকাশনা সম্পাদক হোজ্জাতুল ইসলাম সোহাগ (আমাদের সময়), কার্যনির্বাহী সদস্য মোস-াফিজুর রহমান তিতাস (দেশবাংলা), ওসমান গণি (দৈনিক বার্তা) ও সামসুল ইসলাম কামরুল (সমাচার)।
এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের ব্যবস'াপনা বিভাগের অধ্যাপক ড. এএনএম জাহাঙ্গীর কবির এবং নির্বাচন পর্যবেক্ষক হিসেবে ছিলেন ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের অধ্যাপক আমজাদ হোসেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ফরিদুল ইসলাম, সাবেক ছাত্র উপদেষ্টা অধ্যাপক জাহিদ হোসেন মিল্কি, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক অধ্যাপক আবদুর রহমান সিদ্দিকী, প্রথম আলোর রাবি প্রতিনিধি কুদরাত-ই-খুদা বাবু ও ডেইলি স্টারের আবু কালাম রতন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।