আমাদের কথা খুঁজে নিন

   

তাইলে ভাই একান্ন সেকেন্ডে মিনিট



রিকশায় রাত্রি ভ্রমন আমার ভালো লাগে। সে ক্ষেত্রে ইকো আমার সাথে থাকে। অনেক পুরনো বন্ধুর মোড়, বন্ধুর এলাকা, পরিচিত জায়গা, দরকারি কাজ ,এসময় ঘুরতে আমরা দুজনই পছন্দ করি। সে ক্ষেত্রে পরিচিত আধা পরিচিত রিকশা ঘন্টা হিসাবে ভাড়া মিটিয়ে দিই। কয় একদিন আগে পরিচিত এক রিকশায় ভ্রমনের উদ্দেশে চেপে বসলাম রাতে।

রিকশাঁ চলছে ফাকাঁ বেলি রোডে উদ্দেশ্য শাহাবাগ মোড়ে ব্যাংকের সামনে যেয়ে চা খাব। আমি ইকো - কে বললাম কিরে রিকশার ভাড়া ঠিক করলিনা । ও বললো ঠিক করবো কি ঘন্টা হিসাব করে দেব। এই রিকশাতে আমরা পনের দিন আগেও ঘুরেছি তাই মনে করলাম গতদিন যা দিয়েছিলাম তাই দিলেই হবে ঘন্টা হিসাবে। তারপর কি মনে করে যেন রিকশাআলাকে বললাম ঘন্টা কত ধরবা তাতো বললেনা।

রিকশাআলা বললো ১০ টাকা বাড়াই দিয়েন । আমি বললাম কেনো ঘন্টায় কি মিনিট বাইড়াগেছে যে তোমারে দশ কাকা বেশি দেব। রিকশাআলা বললো তাইলে ভাই মিনিট কিন্তু একান্ন সেকেন্ডে , যা দিনকাল পড়ছে............... । গুটিয়ে গেলাম । অনেক মজা পেলাম রিকশাআলার রশিকতায় ।

গভির রাতে বাসার সামনে নেমে তাকে বেশিই দিলাম। শিড়িতে উঠতে উঠতে নিজেই নিজেকে বললাম একান্ন সেকেন্ডে মিনিট।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.