ইট মারলে পাটকেল খেতে প্রস্তুত থাকুন .....
বেশ ক'মাস ধরে সৌদি প্রবাসিদের মধ্যে ব্যাপক উৎকন্ঠা বিরাজ করছে, বাংলাদেশীদের উপর যত্রতত্র অত্যাচার করা হচ্ছে, নির্বিচারে বৈধ অবৈধ বাংলাদেশীদের ধরে ধরে দেশে পাঠিয়ে দেবার খবর আসছে। তারপরও দূতাবাস কর্মকর্তাদের তথৈবচ বক্তব্য - "পরিস্থিতি অতটা খারাপ না, অনেকটা গুজব ... এখনও আমাদের হাতে প্রচুর ভিসা আসছে প্রতিদিন, আমরা পরিস্থিতির উপর সতর্ক নজর রাখছি", ......... ইত্যাদি। অতপর পররাষ্ট্র মন্ত্রনালয় থেকে উপদেশ আসছে আমরা বাংলাদেশীর যেন সংশ্লিস্ট দেশের আইন কানুন মেনে চলি। সবই ঠিক আছে।
কিন্তু উপদেস্টা মহোদয়,,, যারা আইন ভাঙ্গে, যাদের অপকর্মের কারনে পূরো বাংলাদেশ আজ ইমেজ সংকটে, আপনার এই উপদেশ বানী কি তাদের কর্ণকুহরে প্রবেশ করবে? আপনারা পুর্বসূরীরা - রাজনৈতিক নেতারা তেমন সুশিক্ষা বা সংস্কার কি আমাদের কে দিতে পেরেছেন? দূর্নিতি, সন্ত্রাস, রাহাজানি, চাদাবাজি এই তো দেখে আসছি আজন্ম এই আমরা, রাতারাতি ধ্বনি হবার ... প্রভাবশালী হবার কুচক্র আমাদের অস্থি মজ্জায়, কি দেশে কি প্রবাসে হেন কোন কুকর্ম নেই আমরা করিনা ... ঐযে ধনী হবার শর্টকাট রাস্তা চিনিয়েছেন আমাদের ..... এখন এর দায়ভারও আপনাদের নিতে হবে।
আমি আগামি বৃহস্পতিবার পবিত্র ওমরা পালনের জন্য মক্কা যেতে মনস্থির করেছিলাম, আজ সকালে মক্কায় আমার্ এক আত্মিয়ের সাথে যোগাযোগ করলে তিনি আমাকে মক্কার বর্তমান অবস্থা জানিয়ে বললেন, মক্কায় এখন না আসাই ভাল, পথচারি থেকে শুরু করে দোকানদার এমনকি খাবার হোটেলের বয়কেও ডিউটি থেকে ধরে নিয়ে যাচ্ছে জেলে ... তারপর পাঠিয়ে দিচ্ছে দেশে। হেরেম সংলগ্ন মিছফালা নামক জায়গার ৯৫ভাগ দোকানদার / আবাসিক হোটেল ব্যবসায়ি হলো বাংলাদেশী, ইতোমধ্যে এই ধর পাকড়ের কারনে অনেক ব্যবসা প্রতিষ্ঠান, দোকান, হোটেল বন্দ্ব হতে চলেছে।
আজ সকালে আমার কোম্পানির অফিস বয় "দৈনিক আলরিয়াদ" পত্রিকাটি এনে বলল, ভাই দেখেনতো অস্ত্রসহ ধৃত লোকটি বাংলাদেশী কিনা? Click This Link ডলার নামের এক বাংলাদেশী অস্ত্রসহ গ্রেফতার হয়েছে, পত্রিকার প্রথম পাতার খবর, ভাবছি প্রতিনিয়ত এভাবেই বুঝি আমাদের কে লজ্জিত করবে স্বদেশী কুলাঙ্গার গুলো!
আমি মনেকরি, এখনো সময় আছে সরকারের উচিৎ দূতাবাসের মাধ্যমে বাংলাদেশী কমিউনিটির সহযোগিতায় চিহ্নিত সন্ত্রাসী, বখাটে, মাস্তান, চাঁদাবাজদের সংশ্লিস্ট দেশের আইন শৃংখলা রক্ষাকারী বাহিনির হাতে তুলে দেয়া, এদের কে দেশে পাঠানোর গরজ দেখানোরও প্রয়োজন নেই, দেশে থেকেও এরা এসব কুকর্মই করে, দেশবাসীকে জিম্মি করে রাখে।
আর যারা বর্তমানে প্রবাসে আসছে প্রশাসনের উচিৎ তাদের ব্যাপারে ব্যাপক অনুসন্দ্বান চালানো, দয়া করে আর কোন সন্ত্রাসী, নেশাগ্রস্থ, মাস্তান, বখাটেকে আর বিদেশে পাঠাবেননা। আমাদের সহজাত প্রবনতা হলো দেশে কোন কুকর্মের কারনে মামলায় জড়িয়ে গেলে তাকে বিদেশ পাঠিয়ে দেয়া, এটা না করে দেশেই তার সংশোধনের ব্যবস্থা নিন, শাস্তির ব্যবস্থা করুন, নতুবা এসব অপরাধ প্রবনতা অন্যদের মাঝে সংক্রমিত হবার আগে এদের নিশ্চিহ্ন করুন।
এরা দেশের মাটিতে পরিবার আর সমাজের কলংক, বিদেশে সমগ্র বাংলাদেশের কলংক, আল্লাহর ওয়াস্তে আমাদের কে এদের থেকে রেহাই দিন।
(মনটা বিষন্ন ... লেখাটা এলোমেলো হয়ে গেছে ... মাফ করবেন)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।