আমাদের কথা খুঁজে নিন

   

রিয়াদে ৬০০ জাল ইকামাধারী আটক

সৌদ আরবের রিয়াদে যৌথ বাহিনী গত কয়েকদিনে প্রায় ৬০০ জন জাল ইকামাধারীকে আটক করেছে। এসব অবৈধ ইকামাধারী ভারত, পাকিস্তান, মিশর, ইয়েমেন, বাংলাদেশ ও সুদানের নাগরিক। তবে আটক হওয়াদের মধ্যে কতজন বাংলাদেশি তা জানা যায়নি। বাংলাদেশ দূতাবাস সূত্র জানিয়েছে, থানায় থানায় গিয়ে আটক বাংলাদেশিদের সংখ্যা বের করা ও তাদের আইনি সহায়তা দেওয়ার কাজ চলছে।

কার্যত গত এক মাসেরও কম সময়ে রিয়াদে যৌথ বাহিনী অনেক অভিযান পরিচালনা করেছে।

গত সপ্তাহে রিয়াদে বাংলাদেশি অধ্যুষিত এলাকা বাথা ও হারাতে ব্যবসা প্রতিষ্ঠান ছাড়াও প্রবাসীদের প্রত্যকের কক্ষে অভিযান চালায় যৌথ বাহিনী।

প্রতক্ষ্যদর্শী কয়েকজন বাংলাদেশি জানায়, আবাসিক এলাকায় শ্রমিকদের যেসব বাসার দরজা বন্ধ পাওয়া গেছে, সেগুলো ভেঙে দেখা হয়েছে শ্রমিকের বৈধতার কাগজপত্র অর্থাৎ ইকামা ঠিক আছে কি না।

তাদের দাবি, যৌথ বাহিনীর অভিযানে অসংখ্য অবৈধ অভিবাসীকে আটক করা হয়। আটককৃতদের অধিকাংশই জাল ইকামাধারী। তবে কফিলের কাছ থেকে পালিয়ে আসা লোকদেরও গ্রেফতার করা হয়েছে।

রিয়াদের বিভিন্ন বিপণি বিতান, ফ্যাক্টরি ও আবাসিক এলাকায় নিয়মিত রেইড দেয়া হচ্ছে। এর আগের অভিযানে প্রায় ১ হাজার ৪০০ জনকে গ্রেফতার করা হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.