আমাদের কথা খুঁজে নিন

   

নতুন স্নায়ু যুদ্ধঃ আসাদের গুপ্ত ঘাতকের হাতে রিয়াদে সৌদি ইন্টিলিজেন্স চীফ নিহত!

আমি চাই শক্তিশালী স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ গত ১৮ই জুলাই দামেস্কে এক বোমা বিস্ফোরণে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী দাউদ রাজহা, আসেফ শওকত সহ মোট তিনজন নিহত হয়। আসেফ ছিল প্রেসিডেন্ট বাশার আল আসাদের আত্নীয়। এটাকে ফ্রি সিরিয়ান আর্মি তথা আসাদ বিদ্রোহীরা তাদের সাফল্য হিসেবে দেখে; Click This Link এটাকে বাশার, ইরান উভয়েই আমেরিকা, ইসরাইল ও সৌদি আরবের চক্রান্ত হিসেবে দেখে। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই বুলগেরিয়ায় এক আত্নঘাতী হামলায় ৫ ইসরাইলী পর্যটক নিহত হয়। পশ্চিমা জগতের ধারণা ইরান, হিজবুল্লাহ এই ঘটনা ঘটিয়েছে।

এর পরেই ২২শে জুলাই রিয়াদে এক বোমা বিস্ফোরণে সৌদি ইন্টিলিজেন্সের ডেপুটি চীফ নিহত হয় বলে খবর আসে; Click This Link তার কয়েকদিন পর জানা যায় যে তুরস্কে কাতারের বিমানবাহিনীর একজন কমান্ডার আতাতয়ীর হাতে নিহত হয়; Click This Link কাতারও সিরিয়ার বিদ্রোহীদের অস্ত্র ও ট্রেনিং দিচ্ছে। প্রায়ই সিরিয়ার বিভিন্ন শহড় সরকারী বাহিনী হতে হামলা ও দখল করে আসছিল। বাশারের তিন জন ঘনিষ্ঠকেও হত্যা করা হয়েছে। তখনই একের পর এক পাল্টা হামলা চালায় বাশারের গোয়েন্দা ও গুপ্ত ঘাতকরা। সর্বশেষ ২৬শে জুলাই রিয়াদে এক বোমা হামলায় সৌদি গোয়েন্দা প্রধান বানদার বিন সুলতান বিন আব্দুল আজিজ সরাসরি না নিহত হলেও আঘাতের কারণে পরে তার মৃত্যু হয়; Click This Link এই বানদার বিন সুলতান ২০০৫ সাল পর্যন্ত ওয়াশিংটনে সৌদির রাষ্ট্রদূত ছিলেন।

পরে তাকে ইন্টিলিজেন্স বিভাগে নিয়ে আসা হয়। ধারণা করা হচ্ছে সিরিয়ায় বিদ্রোহীদের সাহায্য করা সহ বাশারের তিন ঘনিষ্ঠকে হত্যায় তার হাত রয়েছে। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে সিরিয়া ও ইরান খুবই চৌকষ। আসলে তা নয়। এর পিছনে আছে রুশরা।

এখানে সাবেক ইন্টিলিজেন্স KGBর নতুন নাম FSB এই বিষয়ে এখন খুবই সক্রিয়। কারণ তারাই ভেটো প্রয়োগ করে সিরিয়ায় নো-ফ্লাইজোন হতে দেয়নি। ভূমধ্যসাগরে রুশ নৌবাহিনীর জন্য সিরিয়ান তারতুস বন্দর খুবই কৌশলগত গুরুত্বপূর্ণ। বাশারকে সরিয়ে নতুন কেউ ক্ষমতায় আসলে এই সুযোগ মস্কো পাবে না। তাই এই ধরণের কাউন্টার ইন্টিলিজেন্স এটাক হচ্ছে।

এই ঘটনা সেই ১৯৯০-৯১ এর পূর্বে স্নায়ু যুদ্ধ যূগের ঘটনাকেই স্মরণ করিয়ে দেয়। তাই মনে হচ্ছে সিরিয়াকে ঘিরে আসলে মধ্যপ্রাচ্যের ইসরাইল ও ইরান দ্বন্দ নয় এটা ভূমধ্যেসাগরে রুশ ও মার্কিন প্রতিযোগীতা। দিন যতই যাচ্ছে ততই সিরিয়ার ঘটনাবলী নতুন স্নায়ু যুদ্ধ যূগেরই সুচনার ইংগিত দেয়। এই বিষয়ে রুশ প্রেসিডেন্ট বলেন যে রাশিয়া নতুন প্রতিযোগীতায় না গেলেও এখন থেকে সব সময় তার পরমাণু অস্ত্র প্রস্তুত রাখবে; Click This Link  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.