কিছুদিন আগে অপরবাস্তবের সম্পাদক পদে ধোপাদিঘীর এককালের জনপ্রিয়, হালে মধ্যপ্রাচ্যে তসরীফরত দার্শনিককুল শিরোমনির নাম প্রস্তাব করা হয়। সেইখানে সম্পাদক বলিতে কি বোঝায় এ জাতীয় আলুছানায় বাইর হইয়া আসে যে যিনি সমান ভাবে পাদেন তিনি সম্পাদক। তো এহেন বায়ু বিষয়ক বায়বীয় আলুছানায় আমি ফুলিয়া ফাপিয়া লাদলাম আমার বায়ু বিষয়ক প্রথম লেখা পাদাবলী নাম দিয়। গনদো...তাই আর লিংকাইলাম না। গনদো প্রেমিকরা এম্নিতেই শুকিয়া শুকিয়া হাজির হইতে পারিবেন। এরপর অনেকেই বাবেষণায় (বায়ু বিষয়ক গবেষণা) যেমন হঠাত করিয়া নিম্মমুখী তেমনি হঠাত করিয়াই খেমা দিলেন। যাই হোক পুরান আওয়াজ নতুন করিয়া দেওয়ার মাজেজা বুঝিতে হইলে এই লিংকে গুতা মারেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।