আমাদের কথা খুঁজে নিন

   

বায়ু দূষণে বাংলাদেশের অবস্থান প্রথম

বায়ু দূষণের দিক থেকে বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে বাংলাদেশে হার সবচেয়ে বেশি। এছাড়া দূষিত দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান দশম। এ তথ্য উঠে এসেছে গ্লোবাল এনভায়রনমেন্টাল পারফর্মেন্স ইনডেস্ক (ইপিআই) ২০১৪ অনুযায়ী প্রকাশিত এক তালিকায়।

সম্প্রতি প্রকাশিত হয়েছে গ্লোবাল এনভায়রনমেন্টাল পারর্ফমেন্স ইনডেস্ক ২০১৪ প্রতিবেদনটি। বায়ু দূষণে বাংলাদেশের পর শীর্ষে রয়েছে নেপাল, চায়না, পাকিস্তান, ভারত, লাওস এবং ভুটান।

দেশগুলো দুষিত দেশগুলোর তালিকায় রয়েছে সেগুলো হচ্ছে- সোমালিয়া (১৫ দশমিক ৪৭), মালি (১৮দশমিক৪৩), হাইতি (১৯ দশমিক ১), লিসোথো (২০ দশমিক ৮১), আফগানিস্তান (২১ দশমিক ৫৭), সিয়েরা লিওন (২১ দশমিক ৭৪), লাইবেরিয়া (২৩ দশমিক ৯৫), সুদান (২৪ দশমিক ৬৪), কঙ্গো (২৫ দশমিক ১) এবং বাংলাদেশ (২৫ দশমিক ৬১)।

বিভিন্ন পরিসংখ্যান বিবেচনা করে এ প্রতিবেদন তৈরি করেছে আমেরিকার ইয়েল ইউনিভার্সিটি। এ র‌্যাঙ্কিং তৈরিতে পরিবেশগত মোট আটটি বিষয় বিবেচনা করা হয়। এর মধ্যে রয়েছে- স্বাস্থ্যগত প্রভাব, বায়ুর মান, পানি ও পয়োঃনিষ্কাশন, পানিসম্পদ, কৃষি, বনায়ন, মাছ ও জীববৈচিত্র্য এবং বাসস্থান।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সবচেয়ে খারাপ অবস্থার দেশগুলো রাজনৈতিক ও অর্থনৈতিক বিবাদে লিপ্ত।

এ তালিকায় সবচেয়ে কম দূষণের দেশ হিসেবে স্থান করে নিয়েছে সুইজারল্যান্ড। এরপর রয়েছে লুক্সেমবার্গ, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর ও চেক রিপাবলিক।

সূত্র: ইপিআই

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.