ওমিক্রনল্যাব
বাংলায় সবচেয়ে ভালো হিন্টেড ফন্ট সিয়াম রুপালি, ফলে ছোট সাইজেও এইটা দেখতে মোটেও খারাপ লাগে না। এই ফন্টের একটা বড় ত্রুটি ছিল এটা অফিস ২০০৭-এ ভেঙে যেত। সম্প্রতি এর নতুন ভার্শনের কাজ শেষ হয়েছে।
নতুন যা যা আছেঃ
১) আগের চেয়েও ভালো হিন্টিং করা হয়েছে এটাতে। এখন এমনকি ৮ পয়েন্টে লিখলেও চমৎকার দেখা যায়।
২) অফিস ২০০৭/ভিস্তা কম্পাটিবল করা হয়েছে।
৩) বেশ কিছু গ্লীফের পজিশন ঠিক করা হয়েছে।
নতুন ভার্শনটি টেস্ট করে দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। ডাউনলোড করুন এখান থেকেঃ
SiyamRupali-1.002-beta.zip
কোন সমস্যা চোখে পড়লে দয়া করে ওমিক্রনল্যাব ফোরামের এই থ্রেডে জানানঃ
siyamRupali-1002-Beta-t1276.html
(ওমিক্রনল্যাব ফোরামে নিবন্ধন করা না থাকলে এখানেও লিখতে পারেন। তবে এক জায়গায় সব রিভিউ থাকলে ডেভেলপারদের সুবিধা হত)
(হিন্টিং করেছেন মোঃ তানবিন ইসলাম সিয়াম এবং ফন্ট প্রোগ্রামিং করেছেন এম. এম. রিফাত-উন-নবী)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।