আমাদের কথা খুঁজে নিন

   

ইসলামী রাজনীতি কি বন্ধ হয়ে যাবে?



ধর্ম মানুষের আদর্শ, মানুষের পথ চলার পাথেয়। ধর্মই নির্ধারণ করে দেয় মানুষ কি গ্রহন করবে, কি বর্জন করবে। কোনটাকে ভাল চোখে দেখবে, কোনটাকে খারাপ চোখে দেখবে; সে ধর্ম হোক না ইসলাম, খ্রিস্ট, ইহুদী অথবা অন্য যে কোন। এ ধর্মের শিকড় মানুষের মনের গহীন প্রোতিত। সুতরাং এ আদর্শকে, এ বিশ্বাসকে কখনো, কোন অবস্থায় উচ্ছেদ করা সম্ভব নই।

হতে পারে শক্তি প্রয়োগ করে ধর্মের বাহ্যিক প্রভাবকে খর্ব করা যেতে পারে, কিন্তু শক্তির মুগুর একটু শীথিল হলেই ধর্মীয় আদর্শের প্রভাব ফুটে উঠবে জীবনের প্রতিটি পরতে পরতে। খোদ পাশ্চ্যাতে যেখানে নব্য নাস্তিক্যবাদী মতবাদগুলোর গোড়া পত্তন তারাও কি ধর্মীয় বন্ধন থেকে মুক্ত হতে পেরেছে?! সুতরাং যে সব ধর্ম বা ধর্মীয় আদর্শ মূলতই ভ্রান্ত সেসব থেকে যদি মানুষকে মুক্ত করা না যায়, তাহলে সত্য ধর্ম ইসলাম থেকে মানুষকে মুক্ত করার কোন পরিকল্পনা কি কোনদিনও বাস্তবায়িত হবে? ইসলামের রয়েছে বিশ্বকে নেতৃত্ব দেয়ার মত বিশ্বময়ী আদর্শ, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও আন্তর্জাতিক থিওরী- এ যুগান্তকারী, কালজয়ী আদর্শকে কেউ কোনদিন নিভিয়ে দিতে পারবে না। যেমন পূর্ববর্তী নমরুদ, ফেরাউন, সাদ্দাদ, হামানরা পারেনি। পারেনি কামাল আতাতুর্ক, আনোয়ার সাদাতরা। অন্যরাও পারবে না।

এ বোধোদয় কি আমাদের দেশের শাসক এবং পর সংস্কৃতিতে আত্মাবিক্রিত ব্যক্তিবর্গের হবে? নাকি তারা পাশ্চাত্যের খড়মের ভয়ে তাদের আদেশ করে যাবে। আল্লাহ সবাইকে সত্যকে জানার ও মানার তাওফিক দিন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.