আমাদের কথা খুঁজে নিন

   

দেশে অনলাইনের বাজার বাড়াবে থ্রিজি

বাংলাদেশের জন্য ২০১৪ সালকে ধরা হচ্ছে ই-কমার্সের সম্ভাবনার বছর। থ্রিজির কল্যাণে মুঠোফোন-ইন্টারনেটের ব্যবহার বাড়বে। এ ছাড়া আগামী বছর নাগাদ সাশ্রয়ী দামে ইন্টারনেটের সুবিধাও মিলতে পারে। এসব বিষয়কে বিবেচনায় রেখে সম্ভাবনাময় এক বাংলাদেশের কথাই জানিয়েছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি শামীম আহসান।

শামীম আহসান প্রথম আলো ডটকমকে জানান, ৮ সেপ্টেম্বর বেসরকারি চারটি মুঠোফোন অপারেটরের কাছে থ্রিজি উন্মুক্ত হওয়ার বিষয়টি যুগান্তকারী ঘটনা।

এতে দ্রুত বাড়বে মুঠোফোন-ইন্টারনেট ব্যবহারকারী। ই-কমার্সের জন্য বিষয়টা দারুণ সম্ভাবনা জাগাবে।

শামীম আহসান জানান, ইন্টারনেটের ডেটা প্যাকেজের দাম কমে গেলে ব্যবহারকারীরা যেমন সুফল পাবেন, তেমনি ব্যবসায়ও বিনিয়োগ বাড়বে। মুঠোফোনভিত্তিক বিভিন্ন সাইট ও অ্যাপ্লিকেশন তৈরি হবে। মুঠোফোন ব্যবহার করে অনলাইনে কেনাকাটা করার ক্ষেত্রে থ্রিজি ব্যাপক সুবিধা দেবে।

দেশের বিভিন্ন ই-কমার্স প্ল্যাটফর্ম গড়ে ওঠারও সুবিধা করে দেবে থ্রিজি।
সেল বাজার ডটকমের প্রধান নির্বাহী আরিল ক্লোকারহৌগ প্রথম আলো ডটকমকে জানান, দেশের পাঁচটি মুঠোফোন অপারেটর থ্রিজির আওতায় আসায় এখন মুঠোফোনে ইন্টারনেটের ব্যবহার দ্রুত বাড়বে। মানুষ ইন্টারনেটে পণ্য কেনাবেচায় অধিক উত্সাহী হবে। সেল বাজারের মতো মুঠোফোনকেন্দ্রিক অনেক দেশি উদ্যোগও উঠে আসবে। বাংলাদেশের জন্য একটি দারুণ সম্ভাবনা তৈরি করেছে থ্রিজি।

এর জন্য বাংলাদেশে স্মার্টফোনের বাজারও বাড়বে। ।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.