বিষন্নতায় ডুবে যাওয়া জীবনটা নিয়ে যখন একঘয়েমিতে কাটছিলো সময়গুলো তখন ব্লগের সন্ধান পেলাম আমার এক কলিগের মাধ্যমে। প্রথম অনেকদিন শুধু পড়লাম। তারপর লিখতে সাহস করলাম। অতি সাধারণ আটপৌড়ে জীবনে ব্লগ আস্তে আস্তে আমার বিনোদনের খোরাক হলো। অনেকের সাথে ভালো বন্ধুত্ব হলো।
ভারচুয়াল যদিও সবই। তবু ব্লগ ভালোলাগার জায়গা নিলো মনে। খেটে খাওয়া সাধারণ মানুষ আমি। সকাল নয়টা থেকে রাত দশটা পর্যন্ত সপ্তাহের প্রায় প্রতিদিনই অফিসের কাজে ব্যস্ত থাকি। সারাদিন কাজের পর বাসায় গিয়ে আবার চেয়ার টেবিলে বসে কম্পিউটারে কাজ করার মত মানসিক-শারিরীক শক্তি থাকে না।
তারপর আবার রাতের এবং পরদিনের খাবারের ব্যবস্থাও করতে হয়। তবু একই নিয়মে চলা জীবনে কিছু আসাধারণ ভালোলাগার সময় কাটে ব্লগে। কারো সাথে হঠাৎ কখনও দেখাও হয়......মাঝে মাঝে কথা হয়। প্রথম দেখা হয় রাগ ইমন এর সাথে । তারপর উদাসী, আইরিন, শামীম, রাশেদ,অচেনা বাঙালী,মুজতবা, অরুণ, নাঈম, প্রতু, মাথামোটা, জেবীন, ছায়ার আলো এবং আরো অনেকের সাথে।
আর আমি কাজের ঝামেলায় সবসময় ব্লগে ঢুকতে পারি না.......যখনই একটু সময় পাই ব্লগে ঢুকে আমার প্রিয় ব্লগারদের পোষ্ট পড়ার চেষ্টা করি যদিও সবসময় সবার ব্লগ পড়া হয়ে উঠে না। বিষাক্ত মানুষ, নাদান, রাশেদ, উদাসী, রাগ ইমন, অচেনা বাঙালী, জেবীন, তানজিলা, মানুষ, সাইফুর, সামী, দেবদারু, ছায়ার আলো, আইরিন, আউলা এদের ব্লগ পড়ার চেষ্টা করি.......সময়ের অভাবে তাও সব সময় সম্ভব হয় না। এছাড়াও আরো অনেক ব্লগার আছে যাদের ব্লগও পড়ি.......কখনও কমেন্ট করি......তাদের কাছ থেকে উৎসাহ পেয়ে ভালো লাগে। এরা.....রাহুল,নিবেদীতা, প্রতু,কালপুরুষ......সবার নাম মনে পড়ছে না।
এই সাধারণ জীবনে সাধ আর সাধ্যের মধ্যে বিস্তর ব্যবধান।
জীবনের প্রয়োজন এই সামান্যতম বিলাসিতাটুকুও কেড়ে নেয় অথবা বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু একসময় বন্ধুদের জন্য যেমন মন কেমন করত......তেমন এখন এই ব্লগ......ব্লগের কিছু মানুষের সাথে কথোপকথন এই ব্লগের প্রতি মনকে আকৃষ্ট করে। হয়ত অনেকের সাথেই দেখা হবে অথবা হয়ত অনেকের সাথে কখনও যোগাযোগ করাও সম্ভব হবে না। তবুও এরা বন্ধু তাই ভাবতে ভালো লাগে.....আদতে ভাবিও তাই। সব আড্ডায় আমার যাওয়া হয় না....সময়, সুযোগ মিলে না।
কখনও মনটা কোথায় যেনো ডুবে থাকে। আবার আমার মত এত সাধারণ একজনের সব জায়গায় উপস্থিতিও হয়ত কখনও বেমানান হয়। আরো কত কথা.....সব লেখা হয় না। যেমন এত অল্প কথায় লেখা যাবে না....আইরিনের সাথে দেখা হওয়ার/কথা বলার অসাধারণ অনুভূতি, উদাসীর সহজ সরল আন্তরিকতা, অচেনা বাঙ্গালী, মানুষের সাথে চ্যাটে অনর্থক অনেক কথা বলার আনন্দ। আরো অনেক কিছু।
এই অচেনা জগতের মানুষগুলি যেনো কত চেনা.....ক-ত-দিনের বন্ধুত্ব।
চিকন মিয়ার কথা বলা হয় নাই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।