আমাদের কথা খুঁজে নিন

   

মাতাল রাত্রির গান

কবিতা/ গল্প/ উপন্যাস/ প্রবন্ধ/ অন্যান্য

ক. গোপনে গোপনে রোপিত চারা ধ্যানে ভেঙ্গেছে ডাল বিকেলে নয় রাত্রে এসো পূর্ণিমা হবে কাল। খ. সারা শরীরে কিসের ব্যাথা কিসের আহবান কেউ শুনে না বয়সী যুবতীর নিশিরাত্রির গান, গ. ঐ দূর ছাদে মৌন বালিকারউদাস চোখের ঢেউ এ ছাদে কেবল জ্বলন্ত সিগারেট; অন্ধকারে কেউ, বালিকা খোঁজে মগ্ন প্রেমিক ব্যস্ত তারার কাছে তুমি খোঁজো জীবন সত্য দু'দূরত্বের মাঝে। ঘ. পূর্ণিমার আলোয় মিশে যাওয়া সৈকতের বালিগুলো একদিন তোমার পদভারে ধর্ষিতা হতে হতে আমাকে জানিয়ে দেবে- আমাদের মলিন অতীত। আমি নিশ্চুপ নাগরিক বাউল; তোমাদের পল্লীতে এসে অকস্মাত একদিন কয়েক যুগের নিষিদ্ধ আইন প্রত্যাহার করে ঘোষাণা দেব- ঢেউয়ের আঁচলে পা দাও; সামুদ্রিক পানি ছোঁয় যাক তোমার শরীর, যে শরীর থেকে একদিন পূর্ণিমার ভয়াবহ আলো মদ ভেবে পান করে আমি মাতাল রূপে চিহ্নিত হয়েছি তোমাদের শহরে। সাময়িক সময়ের বিড়াল গুলো সমুদ্র পাড়ে আজ থেকে শহরের কোন জরুরী আইন মানতে হবে না আমার।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।