আমাদের কথা খুঁজে নিন

   

মাতাল খুন...

আমি। কেউ না। তবে মাঝে মাঝে আমার দুষ্ট মনটা কানে কানে এসে বলে, তুমি মহাকালের উচ্ছল সমুদ্রে ভেসে বেড়ানো এক কচুরিপনা । কালের ঊর্মিমালার সাথে সাথে নাচা ছাড়া তোমার আর কোন কাজই নেই.....

শুনিনা তোদের মুখে কতো দিন দৃপ্ত, কন্ঠে “চির উন্নত মম শির” কতো বেলা হারিয়ে গেলো মেঘে মেঘে, বলিসনা তোরা আর “মোরা বাঙ্গালী বীর”। শুনেছি কবে তোদের বীনায় বিদ্রোহী সুর? বলতো তরূণ, ভূলেছিস কিনা বীরত্ব তোর? বিস্ময় বালক নজরূলের অপার সৃষ্টি, বিদ্রোহী, ফণিমনসা, বিশের বাঁশি ও অগ্নিবীণা। ইসলামী রেনেসার কবি ফররূখের, সাত সাগরের মাঝির করূণ বীণা। শুনেও যখন, জাগিল না তোদের মাতাল খুন। দামাল ছেলে, কবে তোদের, কাটিবে ঘোর। কী করিব রিক্ত আমি বাজিয়ে বীণা? জানি, তবুও তোরা জাগবি না...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।