আমাদের মধ্যে অনেকেই আছেন যাদের হৃদয়টা একটু বড়! মানে তারা তাদের হৃদয়ে একই সঙ্গে অনেককে স্থান দিতে পারন। অবশ্যই এটা একটা গুন! তাছাড়া এখন একাধিক গার্লফেন্ড্র / বয়ফ্রেন্ড থাকা তো স্বাভাবিক ব্যাপার। না থাকাই অস্বাভাবিক। অনেকে আছেন স্রেফ টাইম পাসের জন্য সম্পর্ক তৈরি করেন, অনেকে আবার সিরিয়াসলি অনেক জনকে ভালবাসেন। আমার খুব কাছের এক বন্ধু আছে এরকম।
ধরে নেয়া যাক তার নাম তাহসিন। তাহসিন মিথিলা নামে একটি মেয়েকে পছন্দ করে আর রিমা নামে একটি মেয়ে তাহসিনকে পছন্দ করে। তাহসিন আবার কাউকেই হারাতে রাজি নয় । আমি ওকে বললাম, তা এক জীবনে তুই দুজনকে এক সাথে পাবি কিভাবে? তাহসিন বলল- জানি পাবনা । কারন এই যুগে আরেকটা বিয়ে করব শুনলে মিথিলা আমাকে লাঠি নিয়ে তাড়া করবে।
আর পরকীয়া করা আমার পক্ষে সম্ভব না। আমি বললাম - তাহলে? তাহসিন বলল উপায় আছে দোস্ত। উপায় হল পরজনম থিওরী। বললাম পরজনম থিওরী মানে? তাহসিন বলল- আরে জানিস না হিন্দু ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন যে মরণের পর পুনর্জন্ম হয়?- হ্যা জানিতো। কিন্তু এর সাথে তোর থিওরীর সম্পর্ক কি? আছে আছে।
মনে কর যে তোর পুনর্জন্ম হবে। এখন যাকে তুই বিয়ে করবি বলে ঠিক করেসি, তার জন্য এই জনম রেখে দে। তারপর পর্যায় ক্রমে ২য় জনমে একজনকে, ৩য় জনমে এক জনকে সাজাতে থাক। যেমন- আমি এই জনমে মিথিলা, ২য় জনমে রিমা, ৩য় জনমে ঐশ্বরিয়া কে রেখেছি(প্রসঙ্গত উল্লেখ্যঃ তাহসিন ঐশ্বরিয়ার বিশাল ভক্ত)। এভাবে রাখার সুবিধা হল তুই কাউকেই মিস করবি না।
সবাইকে পাবি। আশা করবি নেক্সট জন্মে তুই ওকেই পাবি। আমি কইলাম বেশ ভাল। কিন্তু এটা করে লাভ কি?
তাহসিন উদাস নয়নে জবাব দিল -- মানসিক শান্তি, জানিস তো মনের শান্তিই প্রকৃত শান্তি....।
সুতরাং যারা মাসনিক শান্তি চান, তারা তাহসিনের "পরজনম থিওরী" ব্যবহার করে দেখতে পারেন।
যদি কাজ হয় বে মনে মনে তাহসিনকে ছোট্ট একটা ধন্যবাদ দিয়ে দিবেন।
সৃষ্টিকর্তা সবার মঙ্গল করুন।
( ঘটনা হল আমিই কাল্পনিক অভিমান। পাসওয়ার্ড ভুলে গেছি তাই এই ইউসারনেম নিলাম। )
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।