আমাদের কথা খুঁজে নিন

   

পরজনমে হইও রাধা

কালার বাশিঁ হলো বাম বলে শুধু রাধা নাম আমি মরিয়া হইবো শ্রীনন্দের নন্দন তোমাকে বানাবো আধা বনমালী তুমি পরজনমে হইও রাধা । । তুমি আমারই মতন কান্দিয়া কান্দিও কৃষ্ণ কৃষ্ণ নাম বদনে বলিও । । যাইও যমুনার ঐ ঘাটে যাইও আমার রঙ্গটি ছিল কত সাদা বনমালী তুমি পরজনমে হইও রাধা ।

। তুমি আমারই মতন জ্বলিও জ্বলিও বিরহ কুসুম হার গলেতে পরিও । । ঐ প্রেম না করিয়া ছিলেম তো ভাল আমার মনটি ছিল কত সাদা বনমালী তুমি পরজনমে হইও রাধা । ।

ভাবিয়া সরোজ কয় ঐ কৃষ্ণ ফদ প্রেমেরও মায়া ডরে বান্ধিও বান্ধিও । । তুমি বুঝবে তখন । । নারীর কি বেদন রাধার প্রাণে ছিল কত ব্যথা বনমালী তুমি পরজনমে হইও রাধা ।

।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।