আমাদের কথা খুঁজে নিন

   

চট্টগ্রাম বন্দরে দুই জাহাজের সংঘর্ষ

চট্টগ্রাম বন্দরের উপ-সংরক্ষক ক্যাপ্টেন নাজমুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার রাত ১২টার দিকে বন্দরের বহিঃনোঙ্গরের আলফা অ্যাঙ্করেজে এ দুর্ঘটনা ঘটে।
বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ ও পানামার পতাকাবাহী ফরচুন ক্লাউডের মধ্যে সংঘর্ষ হলে পানামার জাহাজটির তলা ফেটে ইঞ্জিন কক্ষে পানি ঢুকে যায়।
“দুর্ঘটনার ফলে ফরচুন ক্লাউডের তলদেশ মাটিতে আটকে গেছে। আবদুল্লাহও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে দুই জাহাজের নাবিকরাই নিরাপদে আছেন। বন্দর চ্যানেলে চলাচলেও কোনো বিঘ্ন ঘটছে না।”
ক্যাপ্টেন নাজমুল জানান, জাহাজ দুটি উদ্ধার করতে বন্দরের টাগ বোট ও নৌবাহিনীর জাহাজ ঘটনাস্থলে পৌঁছেছে।
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলেও জানান এ বন্দর কর্মকর্তা।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.