আমাদের কথা খুঁজে নিন

   

কতদিন দেখিনি তোমায়



কতদিন দেখিনি তোমায়, কতদিন তোমার হাত ছুয়ে দেখিনি আমি যেমন ছুয়ে থাকে পদ্ম পাতা অথবা ভোরের কুয়াশার বুকে এ আমার আকন্ঠ ইচ্ছা জানি শান্তনা ছাড়া কিছুই না একেলা এ গোধূলি বেলা তাই মনে হয় কতদিন দেখিনি তোমায়। কতদিন তোমার বুকে মাথা রাখিনি কতদিন তোমার চোখে রাখিনি দু'চোখ যেমন গোলাপের গায়ে কাটা অথবা নদীর মধ্য মাছের খেলা এ আমার ব্যকুলতা জানি ঠুন্ক আশা ছাড়া কিছুই নয় একেলা এ শূন্য হৃদয় তাই মনে হয় কতদিন দেখিনি তোমায়।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৪৭ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।