আমাদের কথা খুঁজে নিন

   

মহান একুশের শ্রদ্ধা এবং বিশ্বকে বাংলাদেশ পরিচয়ের এক দৃঢ় প্রত্যয়

নিজেকে নিয়ে কিছু একটা লেখার চেষ্টা, এখোনো করে যাচ্ছি . . .

“আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্র“য়ারী আমি কি ভুলিতে পারি .......” না, আমিও পারিনি, আমরা পারিনা, শত-সহস্র ব্যস্ততার মাঝেও এ দিনটিকে অগ্রাহ্য করে থাকার মত কোন উপলক্ষই যুক্তিসঙ্গত নয়। সকালের প্রভাত ফেরীতে সারিবদ্ধ দাড়িয়ে রক্ত লাল গোলাপ দেওয়া কিংবা বুকে কালো ব্যাচ ধারণ করে শুধুই তাঁদেরকে স্মরণ নয় বরং তারা জীবিত তাঁদের আদর্শ, মহিমা এই আমাদের স্বত্তাই। ৫২’র আন্দোলনের সেদিন রাজপথে শুধু সালাম, বরকত, রফিক, জব্বারের রক্তে রঞ্জিত হয়, রঞ্জিত হয়েছিল শত কোটি মা, ভাই, বোনের বুকও। তাই আর পরাজয় নয়, যখন জয়ের মশাল মিছিল ততক্ষণে হারিয়ে ফেলেছি আমাদের জনা না জানা কত ভাইকে। আজও কেঁপে উঠি, শিউওে উঠি, লোমগুলো খাড়া হয় - সাহসে, শক্তিতে এবং গর্বে।

বিশ্বে মাথা উচুঁ করে বলতে পারার প্রত্যয়ে, ভাষার দাবী আদায়ে আমরাই, আমাদের সাহসী বীরের জাতি দিতে,পেরেছে রক্ত, জীবন। আজ আমার এ লেখার প্রতিটি শব্দ, বর্ণমালা উৎসর্গ সেই সব মহান শহীদদের শ্রদ্ধায় এবং সম্মানে। গত ইং ২৬ ডিসেম্বর ২০০৭ইং তারিখে বিশ্ব সপ্তাশ্চর্যের শীর্ষ তিনে "সুন্দরবন" এবং "কক্সবাজার" - এগিয়ে চলেছে বিজয়ের রথে পোষ্টটি প্রকাশের পর কর্তৃপক্ষ “নির্বাচিত পোষ্ট” বিশেষ ব্যবস্থায় পোষ্টটিকে স্কিকি করে এ ব্লগের সকল পাঠকদের বিষয়টি দৃষ্টি আকর্ষন করতে সমর্থ হয়। ব্লগার বন্ধুরাও বিষয়টিকে সমর্থনের পাশাপাশি আমাদেরই দুটি প্রাকৃতিক বিষ্ময়কে ই-ভোটিং মাধ্যমে রেংকিং-কে আরো একধাপ এগিয়ে নিয়েছেন। কৃতজ্ঞতা সকল বন্ধুদের নিকট।

চাওয়া আর পাওয়ার সমীকরণটা বোধ হয় সবসময়ে এক নয়। তাই চাওয়ার হিসেবটাও আমার মেলেনি। চেয়েছিলাম প্রতিদিনই একবার আমাদের বিষ্ময়দুটির রেংকিং রেজাল্টটি প্রকাশ করব পোষ্টটির মাধ্যমে। সেরকমটাই চলছিল। শারিরীক অসুস্থতার কারণে কিছুটা বিরতিও চলে আসে।

আজ এ পোষ্টটির মাধ্যমে আবার বিষয়টিকে সচল করতে চাই এবং এ বিষয়কে ঘিরে ব্যক্তিগত সকল উদ্যোগকে একত্রিত করে তাদের নিজস্ব পোষ্টগুলির লিংকও দিতে চাই। বাংলাদেশের দুটি প্রাকৃতিক বিষ্ময়কে এগিয়ে নেবার জন্য ভোট দিন : ক্লিক করুন এবং ভোট দিন একটি ব্যপার মনে রাখা দরকার, যেহেতু এ প্রক্রিয়া এক বছর ধরে চলবে অর্থ্যাত আগামী ৩১ডিসেম্বর ২০০৮পর্যন্ত ইন্টারনেটে ভোটিং লাইন চালু থাকবে সেহেতু দরকার নিরবিচ্ছিন্ন প্রচার এবং ধারাবাহিকতা। এখানে ক্লিক করে জানতে পারবেন বিশ্ব সপ্তাশ্চর্যে সুন্দরবনের বর্তমান অবস্থান এখানে ক্লিক করে জানতে পারবেন বিশ্ব সপ্তাশ্চর্যে কক্সবাজারের বর্তমান অবস্থান সাদৃশ্য পোষ্ট সমূহ :- বাংলাদেশকে এবার পরিচিত করে তুলুন বিশ্বব্যাপী, এটাই সুযোগ (সবাইকে জানান প্লিজ)!! - ক্রাউন মিশন প্রাকৃতিক সপ্তাচার্য! (রিপোষ্ট) - ক্রাউন নাজাকাত এবং ব্যাংলেদেস!! - ফারজানা মাহবুবা সব প্রাকৃতিক বিস্ময়কে পেছনে ফেলে অনেকখানি এগিয়ে কক্সবাজার সমুদ্র সৈকত - ইকবাল হোসেন মজনু প্রকৃতির সপ্ত আর্শ্চয : বাংলাদেশ কে নোমিনেট করুন - ঝড়ো হাওয়া প্রাকৃতিক সপ্তাচার্যে বাংলাদেশকে এগিয়ে রাখতে লক্ষ্য করুন!! - ক্রাউন কক্সবাজার ও সুন্দবনকে ভোটদিন, প্লিজ - সুতরাং শীর্ষ থেকে কক্সবাজার তৃতীয়, সুন্দরবন চতুর্থ স্থান - তাজুল ইসলাম মুন্না বিশ্বের প্রাকৃতিক সপ্তাশ্চর্যের তালিকায় কক্সবাজার ও সুন্দরবনের অবনমন ঘটেছে!! আপনি কি ভোট দিয়েছেন? - বহুরূপী মহাজন ভোট দিন। আপনার দেশের ঐতিহ্য... সুনাম প্রতিষ্ঠিত করুন। - সত্যদা ঝড়ো'র সমুদ্র দর্শন আর কক্সবাজার কে নোমিনেট করার কথাটা আবারো স্বরন করিয়ে দেওয়া - ঝড়ো হাওয়া আসুন, বিশ্বকে আরও একবার পরিচয় করিয়ে দেই আমাদের বিষ্ময় সমৃদ্ধ এ বাংলাদেশকে।

সুখ, সমৃদ্ধ এবং সমুন্নত বাংলাদেশ গড়াই হোক আমাদের মহান একুশের অঙ্গীকার।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.