মানবতা ............থেকে মানবিকতা.........
আজ ২১ ফেব্রুয়ারী, "আন্তর্জাতিক মাতৃভাষা দিবস" । এদিনে আমাদের সোনার ছেলেরা ১৪৪ ধারা ভেংগে নতুন এক অধ্যায়ের সূচনা করেছিল । মাতৃভাষা রক্ষার জন্য জীবন দিয়ে প্রমান করেছিল যে কোন হায়েনার পৈশাচিকতা েমাকাবেলা করতে আমরা সক্ষম । তার ধারাবাহিকতায়-ই আমরা ৭১ এর মুক্তিযুদ্ধে জয় ছিনিয়ে এনেছিলাম । মাতৃভাষা দিবসে আমরা আবার প্রতিগ্যা করি সন্ত্রাস ও দূর্ণীতির বিরূদ্ধে চূড়ান্ত লড়াইয়ে জয়ী হবো ।
তবেই স্বাধীনতার স্বপ্ন-স্বাধ পূর্ণ হবে । আমরা প্রকৃত শান্তি ও কল্যাণ খুজে পাবো । আমরা যে যাই করি না কেন একটি বিষয় এ সবাই একমত হতে হবে । আর তাহলো চাঁদাবাজী ওসন্ত্রাসী কার্যাবলী করবো না । দূর্ণীতিমুক্ত সমাজও দেশ জাতীকে উপহার দিতে হলে শিক্ষাব্যাবস্থার আমূল পরিবর্তন আনতে হবে ।
ব্রিটিশ প্রবর্তিত শিক্ষাব্যাবস্থায় মানুষকে অমানুষ বানানোর সব আেয়াজন সম্পন্ন করা আছে । তাইতো মুসলমান পরিচয় দিয়েও ঘুষ প্রচুর পরিমানে নিচ্ছে । আসুন মাতৃভাষা দিবসে আমরা হাতে হাত রেখে সিদ্ধান্ত নেই আর অণ্যায়ের পথে পা বাড়াবো না । এ সমাজে ভাল হওয়া কঠিন । কিন্তু আমি বিশ্বাস করি কেউ যদি ভাল হতে চায় তবে সে পথ এখন পুরোপুরি খোলা ।
দেেশর কল্যাণ হবে । দেশ দ্রুত সামনে এগিয়ে যাবে । সবাইকে মাতৃভাষার শুভেচ্ছা । ভাল থেকো সবাই ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।