© ২০০৬ - ২০১১ ত্রিভুজ
Windows Vista প্রথম সেটাপ করে অনেক মুগ্ধ হয়েছিলাম। আস্তে আস্তে কা কাটতে শুরু করেছে... কিন্তু অন্যদের মত ততটা নয়। সম্ভবত জটিল বিষয়ে আগ্রহ বেশী থাকার কারনেই Windows Vista-র জটিলতাও ভাল লাগছে।
একটা বিষয় ঠিক বুঝতে পারি না, যখন পুরো কম্পিউটার দুনিয়া জুড়ে সবকিছু সহজ ও ইউজার ফ্রেন্ডলী করার জোয়ার বয়ে যাচ্ছে ঠিক তখনি কেন মাইক্রোসফট তাদের প্রোডাক্টগুলো জটিল থেকে জটিলতর করে ফেলছে। অফিস ২০০৭ ব্যবহার করতে গিয়ে তো রীতিমত একটা বিশাল ধাক্কা খেয়েছিলাম... এবং মাইক্রোসফটের ভবিষ্যত অন্ধকার মনে হয়েছিলো।
যাই হোক, আজকের আলোচনার মূল Windows Vista, অফিস নয়। তাই আবার Vista-তেই ফিরে আসি...। Windows Vista-র অনেকগুলো বোকামীমার্কা পরিবর্তন(অন্তত পুরো ওয়েব জুড়ে তাই বলা হচ্ছে) আনা হয়েছে যার কারনে সাধারন ব্যবহারকারীরা বিপাকে পড়েছেন। সেগুলোর বিষয়ে কিছু সমাধান দেয়ার চেষ্টা করবো... তাহলে শুরু করা যাক-
১) Vista সেটাপ করার পর বেশীর ভাগ মানুষই প্রথম থাক্কাটা খায় Add or Remove Programs খুঁজে না পেয়ে। Windows Vista-য় এটির নাম পরিবর্তন করে করা হয়েছে Programs and Features।
(ভাল হতো যদি এক্সপিতে ক্লাসিক মুডে কন্ট্রোল প্যানেল দেখার ব্যবস্থার মত এক্সপিমুডে কন্ট্রোলপ্যানেল দেখার ব্যবস্থা রাখা হতো। তবে Windows Vista-র এই এড-রিমুভে অনেক চমৎকার সব বিষয় যুক্ত করা হয়েছে.. আমার বেশ ভাল লেগেছে। )
(ছবি দেয়ার সুবিধার্থে বাকী টিপসগুলো মন্তব্যের ঘরে দেয়া হবে। সময়ের অভাবে সবগুলো টিপসও একসাথে দেয়া সম্ভব নয়... তাই প্রতিদিন কিছু কিছু করে যুক্ত করার ইচ্ছে রয়েছে। )
--
Windows Vista বিষয়ক আপনার জানা যেকোন টিপস বা ট্রিকস বা টিউটোরিয়াল মন্তব্যের ঘরে রেখে যেতে পারেন।
এই পোস্টটি কেমন লেগেছে বা কোনরকম ধন্যবাদ জ্ঞাপন টাইপ মন্তব্য না করার জন্য অনুরোধ করা হলো। কোন প্রশ্ন থাকলে কম্পিউটর গ্রুপে করতে পারেন। ধন্যবাদ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।