© ২০০৬ - ২০১১ ত্রিভুজ
অনেক নেট ব্যবহাকারী আছেন যারা রাত বারোটা থেকে সকাল আটটা পর্যন্ত নেট কানেকশন ব্যবহার করেন। প্রতিদিন রাতে নেটে বসে থাকাটা বেশীর ভাগ মানুষের জন্যই সম্ভবপর নয়। সেক্ষেত্রে তিনি সারারাত ঘুমিয়েও প্রিয় ওয়েবের প্রতিটি পাতা ভ্রমন করে দেখতে পারেন পরেরদিন আটটা বাজার পরেও... কিন্তু কিভাবে?
অনেক ব্লগার আছেন যাদের হটাৎ করে নেট কানেকশন কেটে দেয়া হয়েছে। কিন্তু তার নিজের ও বন্ধুদের ব্লগগুলো পড়ার জন্য মন আকুপাকু করে। এটাও সম্ভব নয় যে সবগুলো পৃষ্ঠা প্রিন্ট করে নিবেন।
আবার প্রতি পাতায় পাতায় গিয়ে সেভ কমান্ড দেয়াও বেশ সময় সাপেক্ষ ও ঝক্কির কাজ। অথচ আপনি খুব সহজেই আপনার প্রিয় ব্লগগুলো যেকোন সময় অফলাইনে পড়ে নিতে পারেন?... কিন্তু কিভাবে?
আপনি দীর্ঘদিন ধরে ব্লগি করেন বা কোন সাইটে আর্টিকেল লিখছেন বা ফোরামে মতামত দিচ্ছেন। যেকোনদিন ভোরে ঘুম থেকে ওঠে দেখতে পারেন আপনার সব কষ্টের লেখাসহ সাইটি বন্ধ হয়ে গিয়েছে বা কতৃপক্ষ আপনার একাউন্ট বাতিল করেছে। এমনটি হরহামেশাই ঘটে... তাহলে কি করবেন? উপায় একটিই... আপনার লেখালেখির নিয়মিত ব্যাকআপ রাখা। .. সবচেয়ে সহজ উপায়ে কিভাবে সেটা করবেন?
এই সকল প্রশ্নের খুব সহজ উত্তর হলো অফ-লাইন ব্রাউজিং।
ইন্টারনেট জগতে অফলাইন ব্রাউজিং একটি পরিচিত শব্দ। অফলাইন ব্রাউজিং এর জন্য আপনাকে প্রথমে পুরো সাইটটি আপনার পিসিতে কপি করে নিতে হবে (যাকে আমরা ডাউনলোও বলতে পারি)। এধরনের কাজের জন্য ডেভেলপ করা হয়েছে অসংখ্য টুল। তেমনি একটি টুল হলো Offline Explorer। এটির বর্তমান ভার্সন হলো 4.9।
অফলাইন এক্সপ্লোরারের সাহায্য যোকোন সাইটের পুরোটুকু আপনি আপনার পিসিতে ডাউনলোড করে নিতে পারেন। এটি দিয়ে আপনি অনলাইন ইমেজ গ্যালারি, নিউজগ্রুপ, ফ্লাশ কনটেন্ট, একটিভএক্স কনটেন্ট, ইউটিউব বা গুগল ভিডিউ (with .flv extension) অনায়াসে নামিয়ে নিতে পারেন। তাহলে চলুন একনজরে জেনে নেই Offline Explorer কে-
নাম: Offline Explorer 4.9
সাইজ: ২.৮৯ মেগাবাইট
টাইপ: শেয়ারওয়্যার
ডাউনলোড লিংক: Click This Link
(এধরনের কাজ করতে সক্ষম, এমন কিছু ফ্রিটুলের সন্ধান নিয়ে পরে আবার হাজির হবো...অপেক্ষায় থাকুন)
---
লেখাটি কম্পিউটার গ্রুপের জন্য দেয়া হয়েছে। যেকোন মন্তব্য বা প্রশ্নের জন্য এখানে ক্লিক করুন ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।