দুটি বছর ধরে আমি পথ হাঁটিয়াছি তোমার পিছে পিছে,
শাহবাগ থেকে গুলিস্তান হয়ে ভরদুপুরে পুরান ঢাকায়
অনেক ঘুরেছি আমি; অলিতে গলিতে
সেখানেও ছিলাম আমি; তোমাদের বাসার উল্টোদিকের চায়ের দোকানে;
আমি ক্লান্ত প্রেমিক এক, হাঁটিতে হাঁটিতে যায় যায় প্রাণ,
আমারে দু-দুবার ছ্যাঁকা দিয়েছে পুরান ঢাকার লতাপাতা খান।
চুল তার লাল রং বয়কাট দেওয়া,
মুখ তার মেকাপের কারুকাজ; অতিদূর ঝিগাতলা থেকে পথ দিয়ে
লোকাল বাসে টুপ করে ঝুলে পড়েছি যে আমি
হলুদ সরষেফুল যখন চোখে দেখি বসে বসে জ্যামের ভেতর,
তেমনি দেখেছি তোমায় একদিন বাসের মধ্যে ভিড়ের ভেতর;
বলেছ তুমি,"সইরা খাড়ান!"
হাঁসের ডিমের মতো বড় বড় চোখ তুলে পুরান ঢাকার লতাপাতা খান।
সমস্ত দিনের শেষে যখন সন্ধ্যা নামে;
ঘামের গন্ধে তখন সারা দেহ একাকার,রুমাল দিয়ে ঘাম মুছে;
তারপর লোডশেডিংয়ে পাড়ার আলো নিভে গেলে
তবুও তাকিয়ে থাকি তোমাদের বাসার দিকে মোমবাতির আলোয় ঝিলমিল;
সব লোক ঘরে আসে;আসি আমিও,যখন দেখি ফিরেছে তোমার বাপজান,
থাকে শুধু পড়ে মনটা আমার তোমাদের পাড়ায়,লতাপাতা খান।
জীবনানন্দ দাশের "বনলতা সেন"অবলম্বনে কবিতাটি ১১ ফেব্রুয়ারি ২০০৮ তারিখে প্রথম আলোর "রস+আলো" নামক সংখ্যা প্রকাশ করা হয়েছিল।
আমি মজা পেয়েছি পড়ে তাই সবার সাথে শেয়ার করলাম।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।