mail.aronno@gmail.com
মাঝে মাঝেই আকাশে উড়ে বেড়ায় শুচি-শুভ্র কথা, আর ভোরের মতো ধীরে ধীরে জেগে ওঠে উদার-নীরবতা। শান্ত পরিধির দিকে তাকিয়ে দেখি, এই আমি নেই কোথাও, শুধু সরল গণিতের লতাপাতা জড়িয়ে দাঁড়িয়ে আছে একটি গাছ। যে দৃষ্টি দিয়ে লিখছি আমি কবিতার এই পাতা, সেখানে এসে নুয়ে পড়েছে তোমার সবুজ-লতা। জড়িয়ে ধরছি তোমাকেই আমি হে বিনম্র ছায়া, দ্যাখো আমার পাশে কীভাবে ধুকছে আমারই প্রতিচ্ছায়া।
গতকাল থেকে আজকের এই দীর্ঘ পারাপারে, একটি মৃত-মাছ যেন উঠল ভেসে আমারই জলাশয়ে। আমার দিকেই থমকে আছে পালক-পিতার চোখ, আর মেঘের আড়ালে বসে কেউ ফেরি করে চলেছে লাল, সাদা যতো রোদ। আমার শব্দ আমারই কাছে হয়ে ওঠে অভিশাপ, যখন জলের অতলে থমকে থাকে হৃদয়ের যতো কাদা। তোমাকেই বলছি চলে এসো আজ এই বিশুদ্ধ সরোবরে, দ্যাখো পৃথিবীর মায়া ছেড়ে কারা যেন উড়ে যাচ্ছে অলীক দীপান্তরে...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।