sobujarefin@gmail.com
যা স্বপ্ন বা কল্পনা তা অজানা, যার নাম আমরা দিয়েছি ভবিষ্যৎ। আর যা রিয়েলিটি বা বাস্তবতা তার নাম দিয়েছি অতীত। অতীত এবং ভবিষ্যতের এই হেয়ালি খেলায় আমরা ছিড়ে যাচ্ছি অথবা বলা যায় পিস্ট হচ্ছি প্রতিনিয়ত। কি হাস্যকরভাবেই আমরা নিজেদেরকে বর্তমান থেকে আলাদা করে ফেললাম। সময়ের আবিষ্কার মানুষের জন্য একটা ব্যর্থতাই বলবো।
যদিও আমি জানিনা এর বাইরে মানুষ আর কিইবা জানার চেষ্টা করতে পারে। আমার মনে হয় সময়কে আরো ছোট করে কাটলেও বেঁচে থাকার আনন্দকে এতটুকু বদলানো যাবেনা। ভাবা যায় মৃত্যুর মতন হতাশাও আমাদেরকে ভাবতে বাধ্য করে। আগুন আমাদেরকে পোড়ায় কিন্তু সে নিজে কতটুকু পোড়ে বা আদৌ পোড়ে কিনা তা কি আমরা জানতে পেরেছি?
নিলস বোরঃ কোয়ান্টাম মেকানিক্সের বৈচিত্র্য কখনো ব্যাখ্যা করা যায় না। সে শুধু সম্ভাবনার ছড়াছড়ি।
একটা কণা কোনো মুহূর্তেই কোনো নির্দিষ্ট বিন্দুতে নেই, রয়েছে শুধু ঐ বিন্দুতে তার থাকবার সম্ভাবনা। কণাদের রাজত্বে নির্দিষ্টের বদলে সম্ভাবনা। কে তার ব্যাখ্যা দেবে? কে তার ব্যাখ্যায় যাবে।
হুইলারঃ কোয়ান্টাম মেকানিক্স অনেককিছুর ব্যাখ্যা করে দ্যায়, কিন্তু ওর নিজের কোনো ব্যাখ্যা নেই। ও মিস্টিরিয়াস, শুধু মিস্টিরিয়াস......
আমিঃ আসুন আমরা ঐ সম্ভাবনাগুলোর চিত্রকল্পে নিজের ছবি দেখি।
আমরা যদি সারাজীবন দশ হাজার মানুষের সাথে মিশি, তাহলে আমরা কি ঐ মানুষগুলোকে চিনলাম নাকি শুধুই নিজেকে চিনলাম আরো বেশী বিমর্ষ অবস্থায়?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।