পরিস্থিতি সামল দিতে ল্যাবএইড কর্তৃপক্ষ এখন ড. মৃদুল কান্তি চক্রবর্তীর পরিবারকে ৫০ লাখ টাকা দিতে চাইছে। ল্যাবএইড হাসপাতালের পরিচালক মেজর (অব.) মাহবুবুল হকসহ দুই সদস্যের এক প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে দেখা করেন। এ সময় ল্যাবএইড হাসপাতালকে ‘রক্তচোষা’, ‘ঘাতক’, ‘মৃত্যুকূপ’ বলে স্লোগান দিচ্ছিল সংগীত বিভাগের শতাধিক শিক্ষার্থী। এর আগে সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কলাভবনের প্রধান গেটের সামনে তিন দফা দাবিতে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে সংগীত বিভাগ। সমাবেশে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক রোবায়েত ফেরদৌস বলেন, মাত্র ১ হাজার টাকা না থাকায় অধ্যাপক মৃদুল কান্তিকে ভর্তি করেনি ল্যাবএইড কর্তৃপক্ষ।
১৫ তারিখ সকালে অধ্যাপক চক্রবর্তী যখন ল্যাবএইডে যান তখন তার হাতে ছিল ১০ হাজার টাকা। কিন্তু হাসপাতালে ভর্তি হতে প্রয়োজন ছিল ১১ হাজার টাকা। এ সময় অবস্থা খারাপ দেখে বাকি টাকা পরে দেবেন জানিয়ে হাতজোড় করে স্বামীর প্রাণভিক্ষা চান বউদি (অধ্যাপক চক্রবর্তীর স্ত্রী)। তারপরও ল্যাবএইড কর্তৃপক্ষ মাত্র ১ হাজার টাকার জন্য অধ্যাপক চক্রবর্তীকে ভর্তি করেনি। টাকা জোগাড় করে ভর্তি হতে ২০-২৫ মিনিট সময় নষ্ট হয়।
আর কেবিনে নিতেও দেরি হয় ২০-২৫ মিনিট। ফলে বিনা চিকিত্সায় মারা যান অধ্যাপক চক্রবর্তী।
ঢাবি শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক গোলাম রব্বানী ল্যাবএইডে ভর্তি থাকা অবস্থায় নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, ল্যাবএইডের দায়িত্ব তো নেইই, রয়েছে অবহেলা, দৃষ্টি তাদের সেবার প্রতি নয়, টাকার প্রতি।
চিকিত্সায় অবহেলার অভিযোগে বেসরকারি হাসপাতাল ল্যাবএইড ও ইবনে সিনার চিকিত্সকসহ শীর্ষ কর্মকর্তাদের আগামী ২৩ আগস্ট হাইকোর্টে তলব করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মৃদুল কান্তির চিকিত্সায় অবহেলার কারণ ব্যাখ্যার জন্য ল্যাবএইড হাসপাতালের চেয়ারম্যান, পরিচালনা পরিষদের সব সদস্য, সংশ্লিষ্ট দুই চিকিত্সককে হাইকোর্টে হাজির হতে হবে।
অন্যদিকে এক শিশুর চিকিত্সায় অবহেলার কারণে আদালত স্বপ্রণোদিত হয়ে ইবনে সিনা হাসপাতালের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, ট্রাস্টি বোর্ডের সব সদস্য, দুই চিকিত্সক সাইদা সুলতানা এবং আনোয়ারুল আবেদীনকে তলব করেছেন। গত ১৫ আগস্ট বেসরকারি টেলিভিশন চ্যানেল বৈশাখীতে প্রচারিত একটি প্রতিবেদনে বলা হয়, চিকিত্সায় অবহেলার কারণে ওই হাসপাতালে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বিষয়টি আদালতের নজরে আনেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আলতাফ হোসেন।
তথ্যসূত্র : সকালের খবর
মূল লেখা ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।