আমাদের কথা খুঁজে নিন

   

আমার পোস্ট হওয়া হলো কই??[রিপোস্ট= মগজে কারফিউঃ তবুও ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত (কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ সমেত)]

যুদ্ধাপরাধীদের বিচার চাই । কাদঁতে আসিনি ফাসিঁ দাবী নিয়ে এসেছি ।

মগজে কারফিউঃ তবুও ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত (কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ সমেত) ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:৪৮ পহেলা ফাগুন, চারদিকে যেন সর্ষে ফুল দেখছি । সর্ষে ফুল দেখছি দুই কারণে, এক. আজ পহেলা ফাগুন, ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত বলে । আর দুই. এই সাত সকালে ব্লগে এসে যখন দেখি মৌলিক লেখা না লেখার আহবান ।

আজ বসন্ত হলো শুরু, আজ লিখব না ?? কেমন করে হয়!! কিন্তু যিনি বা যারা এই আহবান করেছেন তাদের কি লিখতে ইচ্ছে করছে না, করে না ?? করে । অবশ্যই করে । না করলে কি কেউ ব্লগ খুলে ?? কিন্তু তারপরও ব্লগের কর্মকাণ্ড দেখে বাধ্য হয়ে কিছু মানুষের শুরু হয় কি-বোর্ড বিরতি । কিন্তু সারাক্ষণই চোখ থাকে ব্লগের পাতায় । এই বুঝি, এই বুঝি কর্তৃপক্ষের বোধদয় হলো, এই বুঝি !!! কিন্তু হয় না ।

বেশ ক'দিন যাবার পর স্বাধীনতাকে কটাক্ষকারী যখন ঝিমিয়ে যায় কর্তৃপক্ষ তখন হয়তো মিটি মিটি হাসে, একটা লেকা ব্লগ থেকে সরিয়ে দায়সারা ভাবে বোঝায়, আমরা তো আছি । কেউ আর দুষ্টুমিটি করবে না । তোমরা চলে আসো । আমরা আবার সবাই মান-অভিমান ফেলে চলে আসি । ক'দিন বাদেই তারপর আবার !!! আচ্ছা সমস্যাটা কোথায়?? একটি স্বাধীন দেশে বাস করে স্বাধীনতা বিরোধিদের এই তোষণের কারণ কি ?? কারণ একটাই হতে পারেঃ সেটা হলো কোন না কোনভাবে তাদের দ্বারা ব্লগ কর্তৃপক্ষ প্রভাবিত এবং নিয়ন্ত্রিত ।

হতে পারে, কর্তৃপক্ষেরও তো একটা পক্ষ থাকতেই পারে !! আপত্তি নেই । আপত্তি থাকতেও পারে না । গণতান্ত্রিক দেশ বলে কথা ! সেই পক্ষের মতকে প্রাধান্য দেয়া কর্তৃপক্ষের অবশ্যই উচিত । আমার সেখানেও কোন আপত্তি নেই । আমার আপত্তি একটি জায়গায়, সেটা সাফ সাফ বলে দিন ।

বলা যাবে না , লেখক-পাঠক কমে যাবে ?? হিট কমে যাবে !! কিন্তু কিছু ত্যাগ না হলো কি হয় ?? নাকি রাজনীতি নিয়ে এই সব প্যাচালীতে পদেশের সুশীল সমাজের মতোই বিরক্ত আপনারা ?? যদি তাই হয় তবে সকল রাজনৈতিক লেখাই থামিয়ে দিন । প্লিজ, সুনির্দিষ্ট করুনঃ আপনাদের অবস্থান । ব্লগের নীতিমালা । ক'দিন পর পর এইসবে ত্যক্ত-বিরক্ত হয়ে গেছি, আর ভাল্লাগেনা !! মগজে কারফিউ দিয়ে কতক্ষণ থাকা যায় ?? সবাইকে বসন্তের ভালোবাসা ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.