চলে যেতে যেতে বলে যাওয়া কিছু কথা সনি বিল উইলিয়ামস, যিনি কিনা নিউজিলান্ড অল ব্ল্যাক রাগবী দলের সুপার ষ্টার, ইসলাম ধর্মে ধর্মান্তিরত হয়েছেন। তিনিই প্রথম মুসলিম যিনি কিনা অল ব্ল্যাকের জার্সি গায়ে দিয়ে মাঠে নামবেন। নর্দান হ্যাম্পশায়ারের ট্যুরে তিনি হালাল ফুডের জন্য আবেদন করেন। নিয়মিত জুমার নামাজ মসজিদে গিয়ে আদায় করেন। ইউটিউবে দেখা যায় খেলার আগে তিনি চেন্জিং রুমে এক ফাকে নামাজ আদায় করে নিচ্ছেন। New Zeland Herald তিনি আবার হেভিওয়েট মুস্টিযোদ্ধাও। বর্তমানে নিউজিলান্ডের হেভিওয়েট চ্যাম্পিওন। উইকি
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।