গান গাওয়ার জন্য এখন আর আপনাকে বাদ্যযন্ত্রের ঝামেলা পোহাতে হবে না। পেক্রাটেক নামের প্রতিষ্ঠানটি জাপান থেকে নিয়ে এসেছে বাংলা কারাওকে সিস্টেম, যার মাধ্যমে বাদ্যযন্ত্র ছাড়াই আপনি গান গাইতে পারবেন। জাপানে যে প্রযুক্তির সূচনা হয়েছিল প্রায় দুই যুগ আগে তা বাংলাদেশে পৌছে কিছু দিন আগে। জাপানিজ শব্দ ‘কারা’ অর্থ শূন্য এবং ‘ওকে’ হলো অর্কেস্ট্রা। বাদ্যযন্ত্র ছাড়া এ যন্ত্রটিতে বর্তমানে ২৫০টি বাংলা গানের লিপি ইনস্টল করা আছে।
গানের সুর, তাল, লয় ও কথা থাকবে এতে। আপনাকে শুধু মাইক্রোফোনে গান গাইতে হবে।
এ বছর বাণিজ্য মেলায় আলোচিত পণ্যের মধ্যে এটি ছিল অন্যতম আকর্ষণ। আপনি ইচ্ছা করলে এ প্রযুক্তি আপনার গাড়িতেও ব্যবহার করতে পারবেন। এর জন্য আলাদা কার অ্যাডাপ্টর, আলাদা মেমোরি চিপ কিনতে হবে।
কারাওকে যন্ত্রের মাইক্রোফোনের হার্ডডিস্কে আট মিনিটের ধারণ ক্ষমতাসহ বিল্ট ইন মেমোরির চিপে গান ইনস্টল করা থাকে। পেছন দিকে স্লট রাখা আছে পরে আলাদা মেমোরি চিপ লাগানোর জন্য। এটিই যন্ত্রের মূল ইউনিট। এর সঙ্গে দেয়া হয় একটি কার, এসি অ্যাডাপ্টর, ব্যবহার নির্দেশিকা এবং ব্যাগ। আরসিএ কেবল দিয়ে মাইক্রোফোনের সংযোগ দেয়া হয় টেলিভিশন বা কমপিউটারের সঙ্গে।
তখনই গানের কথা ভেসে ওঠে ও গান বাজতে থাকে। গানের তালিকা দেয়া আছে ইউজারস ম্যানুয়ালে। বর্তমানে বাংলা কারাওকে দুই প্রকারে পাওয়া যাচ্ছেÑ তারসহ ও তারবিহীন। । তারসহ যন্ত্রের দাম ২৫ হাজার টাকা এবং তার ছাড়া যন্ত্রের দাম পড়বে ৩৫ হাজার টাকা।
সর্বোচ্চ ৫০ মিনিট পর্যন্ত আপনি গান ধারণ করতে পারবেন। তবে চাইলে আলাদা রেকর্ডিং চিপও কিনতে পারবেন। প্রেক্সাটেক আশা করছে এপ্রিলের মধ্যে ইংরেজি, জাপানিজসহ হিন্দি গানের মেমোরি চিপ বাজারে ছাড়তে পারবে। যোগাযোগ : ফোন : ৮৬১৬৩৮৭, ই-মেইল : রহভড়@ঢ়বীধঃবপযনফ.পড়স
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।