আমাদের কথা খুঁজে নিন

   

আমার পিসি রিস্টার্ট লয় কেন?? (সমাধান দেন)

পাগলা ছেলের... আউলা ব্লগ... যা বুঝি তাই লিখি... মাথা কম ঘামাই

ইতিমধ্যে ২ বার নিসে... বুঝলাম না ঘটনা কি... যখনই উইন্ডোজ স্টার্ট হয় তখন নেয়। আবার সবসময় নেয় না একবার স্টার্ট হইলে এর পরে আর নেয় না। কি ফালতু সমস্যা... আমার বন্ধুর এই সমস্যা হয়েছিলো ওর সব ফরম্যাট করতে হয়েছে, ওর অবশ্য বার বার নিত রিস্টার্ট কিন্তু আমার এমন না... কি করি ভাইরাসে ধরলো নাকি? সমস্যা কোথায় দয়া করে কেউ জানাবেন... কালকে আবার ফায়ারফক্স নষ্ট হইলো এখন ফায়ারফক্স দিয়া ব্রাউস করতে পারি না নতুন কইরা ইন্সটল করার পরেও না... আবার উইন্ডোজের আমি যেই ইউসার নেইম ব্যবহার করি ঐটা পুরা নতুন করে চালু হইছে কালকে অটোমেটিক আগে যেইরকম ছিলো ডেস্কটপ আরও অন্যান্য সব চলে গিয়ে নতুন একটা ইউসার একাউন্ট খুললে যেমন হয় তেমন হয়ে গেছে। এই জন্যে এখন কি করতে পারি, কেউ কি বলবেন??? সমস্যাটা কোথায় জানাইয়া আমার একটা উপকার করেন প্লিস...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.