রংপুরের কারমাইকেল কলেজে গত বুধবার অধ্যক্ষ ও শিক্ষকের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় গতকাল বৃহস্পতিবার দুটি মামলা হয়েছে। দেখুন সৎদলেরকাজকামঃ কারমাইকেল কলেজে শিক্ষকদের বাসায় হামলাঃ তিনজন শিবিরের কর্মী জেলহাজতে ।
পুলিশের অভিযানে আটক ছাত্রের মধ্যে ১৫ জন ছাত্রকে জরুরি বিধিমালা ভঙ্গের মামলায় গতকাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এদের মধ্যে মাহবুব রব্বানী, আল মামুন ও শাহীনুর রহমান ইসলামী ছাত্রশিবিরের কর্মী বলে পুলিশ জানিয়েছে। বুধবারের ঘটনার প্রতিবাদে কলেজের শিক্ষকেরা গতকাল কলেজ ক্যাম্পাসে মৌন মিছিল ও সমাবেশ করেন।
কোতোয়ালি থানা সূত্র জানায়, অধ্যক্ষ ড· দীপকেন্দ্র নাথ দাসের করা মামলায় কাউকে সরাসরি অভিযুক্ত না করা হলেও একটি বিশেষ ছাত্র সংগঠনের ছত্রছায়ায় বুধবারের সহিংসতা হয়েছে বলে অভিযোগ করা হয়।
ড· দীপকেন্দ্র নাথ দাস প্রথম আলোকে বলেন, ‘আমরা ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমরা চাই এ ঘটনার বিচারের মধ্য দিয়ে এমন নজির স্থাপন হোক, যাতে ভবিষ্যতে এ কলেজে আর কেউ এ রকম ন্যক্কারজনক ঘটনা না ঘটাতে পার। ’
পুলিশ সূত্র আরও জানায়, বুধবার মধ্যরাত পর্যন্ত কলেজের ছাত্রাবাস ও আশপাশের বিভিন্ন ছাত্রাবাস থেকে আটক ছাত্রের মধ্যে এদের মধ্যে তিনজন শিবিরের কর্মী।
শিবিরের কাজকাম তো এমনই ।
সংবাদসূত্রঃ প্রথম আলো ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।