আমাদের কথা খুঁজে নিন

   

করুন অভিজ্ঞতাঃ এনজিও কর্মীর জীবন চিত্র



লক্ষ্য লক্ষ্য বেকারের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে বাংলাদেশে কর্মরত এনজিও গুলি। কিন্তু নির্মম হলেও সত্যি যে স্থানীয় এনজিও গুলিতে কর্মরত কর্মীরা আজ চোখে শর্ষে ফুল দেখছে। বিশেষ করে পিকেএসএফ এর সহযোগী ছোট ছোট সংস্থাগুলির বেতন কাঠামো এমন যে, একজন মাঠকর্মীর শুরুতে বেতন ২০০০ থেকে ২৫০০ টাকা। ছয় মাসের প্রবেশন পিরিয়ড। কিন্তু কবে যে তাদের প্রবেশন পিরিয়ড শেষ হবে তা যেমন সে নিজেও জানেনা তেমনি জানেনা চাকুরীদাতা কর্তৃপক্ষ। এই দ্রব্যমূল্যের উর্দ্ধগতির বাজারে ২০০০ বা আড়াই হাজার টাকায় তাদের জীবন জীবিকা কেমন করে চলে তা একমাত্র ভূক্তভোগী ছাড়া আর কেউ বৃঝবেনা। এরপর কর্মঘন্টা, সকাল সাতটায় পড়িমরি করে সাইকেল নিয়ে মাঠে যাও, আদায় সেরে দুইটায় দুপুরে খাও, তিনটায় বকেয়া আদায় করতে যাও, যতক্ষন বকেয়া থাকবে ততক্ষন পিরতে পারবেনা, রাত আটটায় রিপোর্ট লিখতে বস। আবার কোন কোন দিন রাত দশটা পর্যন্ত মিটিং। সেখানে আলোচনা যতটুকু না তার থেকে বেশী উর্দ্ধতনদের গালমন্দ। সত্যি, দারীদ্র বিমোচনে ক্ষুদ্রঋণের ভূমিকা অনস্বীকার্য!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.