নতজানু হয়ে বেঁচে থাকার চেয়ে , দাঁড়িয়ে মৃত্যু বরণ করা অনেক ভালো ।
ইন্টারনেটে টাকা আয় করা যায় এটা আমরা সবাই কমবেশী জানি। এখানের ব্লগাররাও প্রতিদিন এ নিয়ে কিছু না কিছু পোষ্ট দিচ্ছেন। কেউ কেউ রেফারাল লিন্কও দিচ্ছেন।
*
*
*
*
*
আমার প্রবলেম সেখানে না ,কিন্তু কথা হচ্ছে অনেকে না জেনে প্রতারক (scam) sites এ জয়েন করছে।
ইন্টারনেটে হাজার হাজার টাকা আয়ের সাইট আছে,কিন্তু সমস্যা হলো কোনটা প্রতারক আর কোনটা আসল তা আপনি বুজবেন কিভাবে।
এসব প্রতারক সাইটে শুধু সময়েরই অপচয় হয়,আয় হয় না। আমিও প্রথমে এসবে চক্কর কেটেছি। পরে গুগলে সার্চ দিয়ে কিছু সাইট সম্বন্ধে জানতে পারি যারা প্রতারক সাইটগুলোর বিরুব্ধে কাজ করে যাচ্ছে, সবাইকে সচেতন করছে।
যেমন-http://www.gptboycott.com/
http://www.reviewstream.com
http://www.nairaland.com
http://www.scam.com/
এইসব সাইটে গেলে হাজার হাজার ফ্রড সাইটের লিষ্ট পাবেন,সেই সাথে প্রতারিত ইউজারের রিভিউ সহ।
এছাড়া ভাল ও বিশ্বাসযোগ্য টাকা আয়ের ওয়েবসাইট গুলার লিন্ক রিভিউ সহ পাবেন এই ওয়েবসাইট গুলোতে।
তবে সবচেয়ে ভালো হয় যদি আপনি গুগলে গিয়ে সার্চ বক্সে যে ওয়েবসাইট এর সম্বন্ধে জানতে চান তার নাম লিখে একটা স্পেস দিয়ে scam লিখে সার্চ দিন। ওই ওয়েবসাইট সম্পর্কে সব কিছু জেনে যাবেন। (আপডেট)
আশা করি পোষ্টটি আপনাদের কাজে লাগবে।
আরো পড়ুন [link|http://www.somewhereinblog.net/blog/nishatblog/29535230|>[লক্ষ্য করুন]এবার আপনিও হতে পারবেন একটি Social Network এর মালিক! (কিংবা সোজা কথায় শেয়ারহোল্ডার!)]
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।