"সত্য যখন মিথ্যার সামনে দাঁড়ায় মিথ্যা বিলুপ্ত হয়, কেননা মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল" এক্সাম শেষে প্রিয় সামুতে ফিরে এসে দেশের এই পরিস্তিতে কি লেখা উচিত বুঝতে পামরছিলামনা.........কিছু লিখতে না পেরে নিছের পোস্টটা শেয়ার করলাম......।। বিশ্বাস আর বিবেক দুইটা দুই জিনিস । বিশ্বাস আপনাকে কোন কিছু করতে পরিচালিত করে আর বিবেক আপনাকে কোন কিছু বিচার-বিশ্লেষণ করে সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে সাহায্য করে । অনেকসময় আমরা অনেক ভুলকিছু বিশ্বাস করি , কারণ আমরা নিজের বিবেককে কাজে লাগাই না। জীবনের সবক্ষেত্রেই এই দুইটা জিনিসের সমন্বয় প্রয়োজন, নাহলে আপনার ভুলপথে যাওয়ার সম্ভাবনা বেশি । যে কোন ক্ষেত্রেই নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন, ভালো-মন্দ বিশ্লেষণ করুন তারপর সেটা বিশ্বাস করুন। কখনও অন্যের কথায় পরিচালিত হবেন না। সঠিক বিশ্বাস আর সঠিক সিদ্ধান্তই আপনাকে সবসময়য় সঠিকপথে পরিচালিত করবে . আমার প্রিয় ফেসবুক পেজ ⌠ অনুপ্রেরণা ۞ Inspiration থেকে কালেক্টেড...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।