আমাদের কথা খুঁজে নিন

   

সবার আগে দেশকে শান্ত করুন। তারপর প্রশ্ন করুন, জবাব দাবী করুন, চুপ করে থাকবেন না

পরিবর্তনের জন্য লেখালেখি

এই পোস্ট লিখতে লিখতেই সারাদেশে গোলাগুলির খবর পাওয়া যাচ্ছে । দোহাই লাগে , কোন যুদ্ধ শুরু হতে দেবেন না । আপনারা আমরা প্রত্যেকেই এখন এক এক জন মুক্তিযোদ্ধা । আর আমাদের দায়িত্ব যুদ্ধ করা নয় , যুদ্ধ যাতে না বাধে তাই নিশ্চিত করা । যে যেভাবে পারেন , এই দায়িত্বটা পালন করুন ।

নিশ্চয়ই আপনারই পরিচিত কেউ বি ডি আর এবং আর্মিতে আছে । তাদের ফোন করুন , কথা বলুন , বোঝান । কখনোই ভাববেন না , আপনার কিছু করার নেই । অবশ্যই আছে । যারা বাংলাদেশে রক্ত গঙ্গা দেখতে চান না , তাদের কাছে করজোরে অনুরোধ করছি , পরিচিত মানুষ গুলোকে থামান ।

যে কোন মূল্যে শান্তি রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব । সাম্প্রতিক খবরের ভিত্তিতে শিরোনাম পালটে দিলাম । অনেক কিছু চিন্তার বিষয় জড়িয়ে আছে গতকাল ঘটে যাওয়া এবং এখনো ঘটমান ঘটনার মধ্যে, সামনে ও পিছনে । গুজবের ডালপালা গজিয়েছে, যেমন শাখা বেরিয়েছে ঢাকার বিদ্রোহের । আমাদের সকলেরই ভয় একটাই ঃ ঢাকার বিদ্রোহ যেন সারা দেশব্যাপী ছড়িয়ে পড়ে গৃহযুদ্ধের রূপ না নেয় ।

আমাদের সকলের আশা একটাই ঃ যথা সম্ভব কম রক্তপাতে এই ঘটনার শেষ হোক । আমি জানি , অনেকেই আমার মত খবর জানার চেষ্টা করছেন, জানানোর চেষ্টা করছেন । তাই ব্লগে লিখছেন আশা, হতাশা , আশংকার কথা । খুব বিনিত ভাবে সকলকে অনুরোধ করি , যা লিখছেন , অবশ্যই ভেবে চিন্তে ফলাফল কি হতে পারে তা বিবেচনা করে লিখুন। কিছু সময় আসে জাতির ক্রান্তিকালে যখন প্রতিটা মানুষকে দেশ ও জাতির কথা চিন্তা করে দায়িত্ব নিতে হয় , দায়িত্ব পালন করতে হয় ।

এখন তেমনই এক সময় । ১৯৭১ এ এই দায়িত্ব ছিলো যুদ্ধ করার । ২০০৯ এ এই দায়িত্ব " যুদ্ধ না করার" । ব্লগ বা ব্লগের বাইরে কাউকেই কোন রকম গুজব বা উত্তেজনা ছড়াতে দেবেন না। আমাদের প্রত্যেকের এখন দায়িত্ব শান্তি রক্ষা করার ।

নইলে নেপো হয়ে দই মারার লোকের অভাব নেই । আশা করি , সকলেই নিজ বিবেচনায় অনুরোধটি রাখবেন । দেখুন, এইটা ব্যক্তিগত লাভ , ক্ষতি হিসাব করার সময় নয়। বিচার ও শাস্তিরও সময় নয় । সেই সব হিসাব পরে ।

বি ডি আর ও সেনাবাহিনী -- দুই পক্ষেই আমাদের ভাই, বোন, আত্মীয় , বন্ধু , পরিবার ও ভালোবাসার মানুষ । আমাদেরই আত্মার আত্মীয়রা হয় গুলি ছুড়েছেন , না হয় গুলি বুকে নিয়েছেন। কিন্তু , এখন যদি পারিবারিক শোককে প্রতিশোধের পক্ষে টেনে নিয়ে যাই , তা হবে চূড়ান্ত ভুল । অনেকেই বলছেন , ক্ষমা করা ঠিক নয় । নাহ, নির্বিচারে হত্যা কখনোই ক্ষমা করা ঠিক নয় যদি না তা বৃহত্তর গণহত্যার দিকে পরিস্থিতিকে টেনে নিয়ে যায় ।

আজকের বিচারে তাই ক্ষমা করা উচিত, আরো অনেক হত্যাকে ঠেকানোর জন্য । যাদের নিকট আত্মীয় মারা গেছেন , তারা সংযমের পরিচয় দিচ্ছেন , এবং দিতে পারেন । তাঁদের সশ্রদ্ধ সালাম । কৃতজ্ঞতা । যারা এই বলয়ের বাইরে তারা কোন পক্ষ নেবেন? কোন পক্ষ নেওয়া উচিত ? সেনাবাহিনী ও আমাদের সন্তান ।

বিডি আর ও তাই । মা হলে , কাকে বাঁচাবেন? কাকে দেবেন ফাঁসী ? নাহ , সেভাবে ভাবাই ঠিক না । এরা কেউ সমষ্টিগত ভাবে আমাদের শত্রু নন । বরং আমাদের পরিবারের লোক জন। কিন্তু , কিছু ব্যক্তির নির্মমতম অপরাধের নৃশংস ফলাফল আমাদেরকে আজ সহ্য করতে হচ্ছে ।

আমি ব্যক্তিগত ভাবে কারো পক্ষে বা বিপক্ষে নই । তবে, আমি অবশ্যই বাংলাদেশের পক্ষে , শান্তির পক্ষে আর অন্তর্কলহের , গৃহযুদ্ধের বিপক্ষে । আমি আবেগকে প্রশ্রয় দেওয়ার বিপক্ষে । মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি সামাল দেওয়ার পক্ষে । আমি সমস্ত ঘটনা কি ভাবে ঘটলো , কেন ঘটলো - তা ধামা চাপা দেওয়ার চিরাচরিত প্রথার বিপক্ষে ।

পরিস্থিতি শান্ত হলে , খোলাখুলি ভাবে , বাংলাদেশের সমস্ত নাগরিকের সামনে এই ঘটনার বিচারের সপক্ষে । সেনাবাহিনী আর বিডিয়ার মারামারি করেছে , ওরাই বিচার করুক বলে সব কিছু ভুলে যাবার বিপক্ষে । লোকের অগোচরে কাউকে কোর্ট মার্শাল করে ফাঁসিতে ঝুলানোর বিপক্ষে । সমস্ত দুর্নীতি, অন্যায় আচরন এর তথ্য মানুষের সামনে আনার পক্ষে । আমি আশা করছি , আপনারা বাংলাদেশকে , আমাদের প্রিয় মাতৃভূমিকে এই সংকটময় মুহূর্তে শান্ত রাখবেন , সমস্ত ব্যক্তিগত ক্ষোভ, কষ্ট , আক্রোশ এর উর্ধ্বে থেকে ।

আমি তার পাশাপাশি এও অনুরোধ করছি , আপনারা ক্রমাগত প্রশ্ন করে চলবেন মিডিয়ায় , গল্পে , আড্ডায়, বিচারালয়ে । জবাব চাইবেন সংশ্লিষ্ট সকলের কাছে । চুপ করে থাকবেন না । বিচারের নামে , কোর্ট মার্শালে --- এর আগে কৌশলে মুক্তিযোদ্ধা অফিসারদের গণহারে হত্যা করা হয়েছে । তার কথা সাধারন মানুষ জানেই না ।

এবারও প্রতিবাদী , ন্যায় বিচার দাবীকারী মানুষদের যেন হত্যা করা না হয় , তারা যেই দলেরই হোক । আমাদের শান্তি প্রয়োজন , আর তার জন্য চাই সত্যের উন্মোচন । আপনার কি মত ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.