সুখীমানুষ
নিবিড় নিশার মোহন নিরবতায়
থেকে থেকে চমকে প্রান কার কথায়।
কে কথা কয়, কে কয় কথা এ পরানে
কত জনমে যেন তারে এ মন জানে।।
পুষ্পসমা যেন সে এ জীবন লতায়।
দেখেছি কি কভু তারে? ডেকেছি কি কাছে
তার হৃদয়ে কি মোর তিলেক মূল্য আছে?
বলেছে কি কথা আজন্ম নিরবতায়?
নিশার তমসা চিড়ে জেগেছে যে মুখ
সে মুখ যে দূরিলো আজন্মের দুঃখ।
আছে সে জেগে হিয়ে গহন মৌনতায়।
নিশার আবেশে কহিল যে কথা প্রানে
হারায়ে কি যাবে সে নিশার অবসানে??
সেকি রইবেনা প্রানে, রয়েছে যথায়?
১৯.২.০৬, প্রেমবাগান
(সনেট)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।