আমাদের কথা খুঁজে নিন

   

কীর্তন খোলা নদীরে আমার

এই পৃথিবীর সব কিছুই পাতানো, কলকাঠি নাড়ছে....... একজন; শুধুই একজন।

এই নদীতে সাঁতার কাইটা বড় হইছি আমি, এই নদীতে আমার মা'য় কলসীতে নেছে পানি, আমার দিদিমা আইসা প্রতিদিন ভোরে থাল বাডি ধুইয়া গেছে এই নদীর কিনারে, ১০ বছর পর বিদেশ গনে ফিরা আইসা দেহি হগলি বদলাইয়া গেছে নদী আমার যেমন ছিলো তেমনি আছে ও নদী তেমনি আছে............ কীর্তন খোলা নদীরে আমার পাঠশালা পলাইয়া গিয়া নদীর তীরে খেয়াপার হইয়া গেছি কাউয়ার চরে আদম আলী হাজী মেঞার ইটেরই খোলাতে চড়ুই ভাতি করছি মোরা গুরাগাড়াতে আজ ইটের খোলা তেমন আছে সাথীরা কোথায়? হগলি বদলাইয়া গেছে নদী আমার যেমন ছিলো তেমনি আছে ও নদী তেমনি আছে............. কীর্তন খোলা নদীরে আমার গানটি বরিশাল বিভাগের বন্ধুদের জন্য বিশেষভাবে উৎসর্গ করা হলো।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।