আমাদের কথা খুঁজে নিন

   

শীতার্ত সবুজে আঁকি পরাহত রোদের কীর্তন

সকলেই কবি নয় কেউ কেউ কবি...

শীতার্ত সবুজে আঁকি পরাহত রোদের কীর্তন কাজল রশীদ এই সায়হ্নবেলায় অন্তরাকাশে শুন্যতা গ্রাস করে নেমে এলো মেঘ , পাহাড়, প্রেমের নদী মনের বাগানে , বিধবারাতে বরফকুঞ্জে জ্বলে আশার পিদিম । দীর্ঘকায় প্রণয়ধ্বনি বাজে সুললিত সৌরভে । বিনয়ী শান্তনার ছটা ছুঁয়ে যায় মনের নীল আঁচল । নীলাভ ক্যানভাসে শীতার্ত সবুজে আঁকি পরাহত রোদের কীর্তন । ঝর্ণার কলতান অরণ্যবিহারে শব্দের দ্যুতি ছড়ায় ,তবুও অশ্রুসিক্ত চোঁখে কল্পপথে মৌনমিছিল করে শিশিরজল ।

বৃষ্টি থেকে তুলে আনা হৃদফুল বাতাসের শিরশিরানিতে কাঁপে । স্বপ্নের সিঁড়ি বেয়ে উঠে নিশীতারা দুরের আকাশে । উদাস নগরে রৌদ্ররশ্মি জ্বলে রাতের তিথিতে । নদীর সিনায়- জলের পাঁজরে জাগ্রত চাঁদের শিকড়, তীরভাঙা ঢেউ শুনি আর আত্নার গোঙানি জানি মেঘ আর বৃষ্টিতে তুমিই অনন্ত প্রহর । ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।